Live: ভোটের পর মমতা দিদিও জয় জয় শ্রী রাম বলবেন : Amit Shah

Last Updated: Thursday, February 11, 2021 - 13:32
Live: ভোটের পর মমতা দিদিও জয় জয় শ্রী রাম বলবেন : Amit Shah

11 February 2021, 13:15 PM

  • ক্ষমতায় এলেই কৃষকদের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা
  • উত্তরবঙ্গ উন্নয়নে আমাদের একাদিক কর্মসূচি রয়েছে
  • চা-শ্রমিকদের উন্নয়নেও আমাদের একাধিক কর্মসূচি রয়েছে
  • কিন্তু বাংলায় কিছুই কার্যকর হতে দেননি মমতা দিদি

11 February 2021, 13:15 PM

  • ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন
  • একজন অপরাধীকেও ধরেনি মমতা দিদি সরকার
  • মে মাসের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা দিদি
  • মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে তুষ্টিকরণের রাজনীতি
  • মহিলাদের উপর অত্যাচারে শীর্ষে বাংলা
  • রাজনৈতিক খুনোখুনিতে শীর্ষে বাংলা
  • এমন সরকার গড়ুন, যাতে মোদীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে
  • ডবল ইঞ্জিন সরকার চাই বাংলার উন্নয়ের জন্য

 

11 February 2021, 13:15 PM

  • বিজেপি সরকারে এলে ১ সপ্তাহের মধ্যে আয়ুষ্মান ভারত চালু হবে
  • মোদী সরকারের গরিবদের কল্যাণের কথা ভাবেন, আর মমতা দিদি সারাক্ষণ ভাইপোর কল্যাণের কথা ভাবেন, কবে দিদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন

11 February 2021, 13:00 PM

  • জয় শ্রী রাম এখানে বলবে না তো কি পাকিস্তানে বলবে?
  • জয় শ্রী রামে আপনার অপমান লাগে কেন?
  • আপনার অপমান লাগে একটা বিশেষ সম্প্রদায়ের ভোটব্যাঙ্ককে খুশি করার জন্য।
  • গোটা দেশ জয় শ্রী রাম বলতে গর্ব বোধ করে
  • আর জয় শ্রী রাম শুনলে মমতা দিদির অস্বস্তি বোধ হয়
  • তবে ভোটের পর মমতা দিদিও জয় শ্রী রাম বলবেন।

11 February 2021, 13:00 PM

  • রাজবংশী ও আদিবাসী সমাজ আপনারা বলুন, আপনারা কি অ্যাকাউন্টে টাকা পান?
  • কী করে পাবেন? মমতা দিদি আসতে দেননি?
  • গরিব কৃষকরা আপনার কী ক্ষতি করেছে মমতা দিদি?

11 February 2021, 13:00 PM

  • রাজবংশী মহাপুরুষদের আমার প্রণাম
  • নারায়ণী সেনা নাম শুনলেই মুঘল ইতিহাসের কথা মনে পড়ে
  • এখানেই মুঘলদের রথ রোখা হয়েছিল
  • সেই নারায়ণী সেনাকে কুর্নিশ জানায় বিজেপি
  • রাজবংশী সংস্কৃতি কেন্দ্র এখানেই গড়ব
  • রাজবংশীদের কেউ সম্মান দেয়নি
  • এখানে পঞ্চানন বর্মার মূর্তি তৈরি করে সম্মান জানাব।
  •  একটা টুরিস্ট সার্কিট গড়া হবে মদনমোহন মন্দির ও কামতেশ্বরী মন্দির এবং পঞ্চানন বর্মার জন্মস্থল ঘিরে।

 

11 February 2021, 13:00 PM

  • সোনার বাংলা গঠনের জন্য এই পরিবর্তন যাত্রা
  • এত বছর ধরে তৃণমূলের অপশাসনে বাংলা একেবারে তলানিতে
  • বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • এবার ভোটে ২০০-র বেশি আসন পাবে বাংলা
  • একবার সুযোগ পেলে আমরা সোনার বাংলা গড়ব
  • সেটাই হবে বাংলার প্রকৃত পরিবর্তন

11 February 2021, 13:00 PM

  • অনুপ্রবেশমুক্ত বাংলা গড়বে বিজেপি
  • বিজেপি ক্ষমতায় এলে মশাও গলতে পারবে না রাজ্য়
  • বাংলায় হিংসার বদলে উদয় ঘটাতে এই পরিবর্তন যাত্রা
  • বাংলার পরিবর্তনের জন্যই এই পরিবর্তন যাত্রা
  • পরিবর্তন যাত্রা কোনও মুখ্যমন্ত্রীকে বদলাতে নয়
  • কোনও নেতা-মন্ত্রীকে বদলের জন্য এই পরিবর্তন যাত্রা নয়
  • বাংলার বেকার যুবকদের জন্য এই পরিবর্তন যাত্রা

11 February 2021, 12:15 PM

কোচবিহারে অমিত শাহ। প্রথমে যাবেন মদনমোহন মন্দিরে। তারপর যোগ দেবেন রাসমেলায়।

11 February 2021, 11:15 AM

অমিত শাহের পরিবর্তন যাত্রার সূচনা উপলক্ষে রাসমেলার ময়দানে ইতিমধ্য়েই ভিড় করেছেন বহু বিজেপি কর্মী, সমর্থক

11 February 2021, 11:15 AM

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই কোচবিহারে সভা সেরে এসে, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মাঠে সভা করবেন অমিত শাহ। সভা উপলক্ষে সেজে উঠেছে ঠাকুরবাড়ি ও হরিচাঁদ-গুরুচাঁদ মন্দির। সকাল থেকে বিজেপি কর্মীদের অনাগোনা শুরু হয়ে গিয়েছে। আসতে শুরু করেছেন মতুয়া ভক্তরা। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষ ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছেন।

 

11 February 2021, 11:15 AM

মতুয়া ও রাজবংশী, এক সফরে দুই নিশানা অমিত শাহের। কোচবিহার ছুঁয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গন্তব্য ঠাকুরনগর। একইদিনে ঠাকুরনগর ও কোচবিহারে সভা করে 'এক ঢিলে দুই পাখি' মারতে চাইছেন শাহ। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে এর আগের সফর স্থগিত হয়ে গিয়েছিল অমিত শাহের। তবে খুব শিগগিরই বাঁধা মঞ্চেই যে তিনি সভা করবেন, ফোনে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরকে সেই আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

পাশাপাশি, এদিনের শাহের কর্মসূচিতে বাদ যাচ্ছেন না রাজংবশীরাও। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর রাসমেলায় বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করবেন তিনি। মতুয়ারাদের নাগরিকত্ব আইন নিয়ে যেমন নির্দিষ্ট আশ্বাসের দাবি রয়েছে, তেমনই উত্তরবঙ্গে রাজংবংশীদের ‘নারায়ণী রেজিমেন্ট’ তৈরির দাবিও উঠেছে বিজেপির অন্দরেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন দলীয় সাংসদ নিশীথ প্রামাণিক।