30 October 2021, 17:45 PM
বিকেল ৫টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়ল ৬৯.৯৭ শতাংশ। শান্তিপুরে ৭৬.১৪ শতাংশ, খড়দহে ৬৩.৯০ শতাংশ আর গোসাবায় ৭৫.৯১ শতাংশ।
30 October 2021, 16:00 PM
সকাল ৩টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ৬১.৫২ শতাংশ। শান্তিপুরে ৬৪.১৮ শতাংশ, খড়দহে ৫২.৩৭ শতাংশ এবং গোসাবায় ৬৬.০৭ শতাংশ
30 October 2021, 12:30 PM
সকাল ১১টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ২৮.৭৩ শতাংশ। শান্তিপুরে ৩২.৩১ শতাংশ, খড়দহে ২৩.৬০ শতাংশ এবং গোসাবায় ৩৩.৮৭ শতাংশ।
30 October 2021, 12:15 PM
খড়দহে ধুন্ধুমার। তেঘরিয়ার শশীভূষণ বিদ্য়াপীঠের 'জাল ভোটার' ধরার দাবি করলেন বিজেপি প্রার্থী জয় সাহা। তাঁর অভিযোগ, একজন প্রার্থীর কাছে ৩০টি ভোটার কার্ড পাওয়া গিয়েছে। হাতাহাতিতে জড়ান বিজেপি প্রার্থী। কমিশনে অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব করল কমিশন।
30 October 2021, 09:30 AM
সকাল ৯টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়েছে ১১.১২ শতাংশ। শান্তিপুরে ১৫.৪০ শতাংশ, খড়দহে ১১.৪০ শতাংশ এবং গোসাবায় ১০.৩৭ শতাংশ।
West Bengal | People queue up outside polling booths in North Parganas and Dinhata Cooch Behar where Assembly polls have been scheduled for today.
Other places where bypolls will be held today include Santipur in Nadia district and Gosaba in South 24 Parganas. pic.twitter.com/CEVI5SE4Vr
— ANI (@ANI) October 30, 2021
West Bengal | Voting for Khardaha assembly bypoll being held today
Other places where bypolls are being held include Santipur, Dinhata and Gosaba pic.twitter.com/CNWGQkZq8P
— ANI (@ANI) October 30, 2021
30 October 2021, 08:15 AM
দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। শাসকদলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। অশোক মণ্ডলের বিরুদ্ধে পাল্টা ভোটারদের প্রভাবিত করার অভযোগ তৃণমূলের।
30 October 2021, 08:00 AM
খড়দহে বিজেপি প্রার্থী জয় সাহার সঙ্গে বচসা। বিজেপি প্রার্থী মাস্ক ছাড়া বুথে ঢুকছেন বলে অভিযোগ। কোভিডবিধি অমান্য করার অভিযোগ। জয় সাহাকে ঘিরে ধরে বিক্ষোভ, বাদানুবাদ।
30 October 2021, 07:30 AM
ভোটের দিন সকাল সকাল মুড়ি-দই আর সন্দেশ খেয়ে ময়দানে খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। জয় নিয়ে একশো শতাংশ আত্মবিশ্বাসী রজ্যের মন্ত্রী। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন, "আমরা এখানে জিতে লড়াইয়ে নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। মার্জিনই বাড়ানোই এখানে লক্ষ্য। অর্জুন সিং এখানে কোনও ফ্য়াক্টর নয়।"
সকাল থেকে খড়দহ বিধানসভার বিভিন্ন বুথে বুথে ঘুরে ভোটপর্ব দেখছেন বিজেপি প্রার্থী জয় সাহা। ভোটারদের কোথায়, কী অভাব-অভিযোগ সেটাও তিনি শোনেন।
30 October 2021, 07:15 AM
উপ-নির্বাচনের আগের রাত থেকে উত্তপ্ত গোসাবা। বিজেপি প্রার্থী পলাশ রানার বিরুদ্ধে এলারায় টাকা বিলির অভিযোগ তৃণমূলের। পাল্টা এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপির।
দিনহাটার বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ছোটশাকদল জুনিয়ার বেসিক স্কুলে সকাল থেকেই ভোটের লাইনে ভিড়।