WB Assembly Election LIVE: 'শীতলকুচিতে মৃতের পরিবারের সব দায়িত্ব আমার', ভিডিয়ো কলে আশ্বাস মমতার

Last Updated: Sunday, April 11, 2021 - 12:39
WB Assembly Election LIVE: 'শীতলকুচিতে মৃতের পরিবারের সব দায়িত্ব আমার', ভিডিয়ো কলে আশ্বাস মমতার

11 April 2021, 12:45 PM

* চা বাগানের মজুরদের ঘরে ঘরে জল হবে। লেখা পড়া করবে সকলে।
* রাজবংশী ভাইবোনেদের জন্য পঞ্চানন মন্দির করে দিয়েছি।
* আদিবাসী ভাই বোনেরা আমার জান প্রাণ।
* একটা করে ভোট দেবেন একটা করে খেলা হবে।
* হিন্দু-মুসলিম-শিখ সবাই একসঙ্গে কাজ করব।

11 April 2021, 11:00 AM

* শীতলকুচিতে গণহত্যা হয়েছে। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে আধাসেনা।
* ৭২ ঘণ্টা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
* আমায় যেতে দেবে না বলেছে। কিন্তু আমি ভিডিয়ো কলেই কথা বলব। এটাই আমার চ্যালেঞ্জ।

11 April 2021, 11:00 AM

শীতলকুচির মৃত যুবকের ছবি হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে গতকালের ঘটনার নিন্দা

11 April 2021, 10:45 AM

শীতলকুচির নিহতের পরিবারের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলে মমতা জানিয়েছেন, যে মারা গিয়েছেন তাঁর পরিবারের দায়িত্ব সম্পূর্ণ মমতার। ১৪ তারিখ দেখা করার আশ্বাসও দিয়েছেন তিনি। ক্ষোভ উগড়ে দিয়েছেন কমিশনের নির্দেশিকা নিয়ে। শীতলকুচিতে মৃত এক ব্যক্তির স্ত্রী সন্তান সম্ভবা। তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আমার যেটুকু আছে সব দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি।