13 December 2024, 16:15 PM
আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় বেল পেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত্ মন্ডল। সময়ে চার্জশিট পেশ না করাতেই বেল পেলেন তারা। ২০০০ টাকার ব্যক্তিগত বেল বন্ডে জামিন পেলেন। ৯০ দিনের মধ্যেই চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই।
13 December 2024, 12:45 PM
Lake Town Fire: লেকটাউন দক্ষিণ দাড়ি পোস্ট অফিসের কাছে নতুন পাড়ায় এলাকা একটি দোতলা বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলে দুটো ইঞ্জিন ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে
13 December 2024, 12:45 PM
রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জীর সই ও স্ট্যাম্প জাল করে একাধিক বেআইনি নির্মাণের প্ল্যান পাশ করিয়ে দেওয়ার অভিযোগ।যখন তাপস চ্যাটার্জি রাজারহাট গোপাল পুর মিউনিসিপালটির চেয়ারম্যান ছিলেন সেই সময়ের ঘটনা। এই ঘটনায় গ্রেপ্তার তাপস চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সুভাষ সেনগুপ্ত নামে এক ব্যক্তি। গ্রেফতার করলো ইকোপার্ক থানার পুলিস। আজ তাকে বারাসাত কোর্টে তোলা হয়েছে। পুলিস নিজেদের হেফাজতে নেওয়া হবে।
13 December 2024, 12:00 PM
দাপুটে তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার বাড়িতে এন-আই-এর হানা। গভীর রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়িতে হানা। উল্লেখ্য ভগবানপুরের নাড়ুয়াভিলাতে বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে এই তৃণমূল নেতা এনআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল। বর্তমানে জামিনের আছেন মানব। সেই মামলার তদন্তে এনআইয়ের দল। গভীর রাতে হানা দেয়।
13 December 2024, 11:15 AM
Partha Chatterjee: ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি জামিন পাবেন। তার আগেই এদিকে চার্জশিট দিতে হবে। নিম্ন আদালতকে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। জামিনের বেশ কিছু শর্ত রয়েছে। তিনি কোনোভাবেই মামলার সঙ্গে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। ইডির মামলা ছাড়া অন্য কোন মামলায় এই জামিন কার্যকর নয়।
13 December 2024, 09:30 AM
সোনামুখী পৌরসভা দুর্নীতি নিয়ে ফেসবুক পোস্ট বিজেপি বিধায়কের, পাল্টা বিজেপি বিধায়ককে চিঠি পুরসভার চেয়ারম্যানের, আইনি পদক্ষেপের হুশিয়ারি বিধায়কের বিরুদ্ধে। গত ৯ ডিসেম্বর ফেসবুকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি একটি ফেসবুক পোস্ট করে সেখানে তিনি উল্লেখ করেন " সোনামুখী পৌরসভা লাইট লাগানোর জন্য দু কোটি টাকা অনুমোদন হয়েছে সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য ২৫ শতাংশ কাঠ মানি নিচ্ছে"। এর পরের দিন ১০ই ডিসেম্বর সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী দিবাকর ঘরামির উদ্দেশ্যে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন।
13 December 2024, 09:15 AM
হাড় কলের দুর্গন্ধযুক্ত বিষাক্ত জলে মরছে পুকুরের মাছ হাতে লাগলে হচ্ছে চর্ম রোগ ৷ গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ৷ এমনই অভিযোগ নিয়ে প্রশাসনকে কে জানালেও কোন ফল হয়নি৷ উলুবেড়িয়ায় পুরসভার ৩১.৩২ নং ওয়ার্ডে শুকনো হাড় গুড়ো করার জন্য কারখানা তৈরী হয়েছে৷ কিন্তু সেই হাড় কারখানার দুর্গন্ধ ও দুর্গন্ধ যুক্ত জলে পুকুরের মাছ মরছে ৷ অতিষ্ট এলাকাবাসী।
13 December 2024, 09:15 AM
কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রীতে। যা এই শীতের মরশুমের শীতলতম দিন। ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে উঠেছে সাধারন মানুষের। হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে জেলায়। এই শীতের আমেজ উপভোগ করতে পুরুলিয়ায় নেমেছে পর্যটকদের ঢল । তবে সকালের দিকে রাস্তাঘাট ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে চললেও সন্ধ্যে নামলেই কনকনে শীত অনুভূত হচ্ছে ।
13 December 2024, 09:15 AM
শীতের মরশুমে সুন্দরবনে দেখা মিলল বাঘ মামাকে। নদী সাঁতরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে পাড়ি দেওয়ার সময় আজমল মারী দ্বীপের কাছে পর্যটকরা দেখতে পায় এই বাঘ মামা কে। তখনই পর্যটকরা ব্যস্ত হয়ে ওঠে তাদের নিজেদের মোবাইলে ক্যামেরা বন্দী করতে। সুন্দরবন জঙ্গলে ঘুরতে এসে পর্যটকরা বাঘের দর্শন পেয়ে যেমন খুব খুশি। অন্যদিকে পর্যটক ব্যবসায়ী সাথে যারা যুক্ত তারাও আশাবাদী এবারের শীতে প্রচুর পর্যটক এই সুন্দরবনে আসবে।
13 December 2024, 09:15 AM
সিংহের সাথে কুকুরের লড়াই হয়না।ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই হয়। জলপাইগুড়ি এসে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।এক কদম এগিয়ে আরও বললেন ওই দেশে তো সামরিক বিভাগই নেই।চুরি করে খায়। আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড়বড় বুলি ঝাড়েন।
13 December 2024, 09:15 AM
বয়সের শেষ লগ্নে এসে জেলেই ঠাই হল দুই বাংলাদেশী বৃদ্ধার। শুধুমাত্র ইস্কনের ভক্ত আর ওপাড়ের সংখ্যালঘু হওয়ায় প্রায় সোত্তোরোর্ধ হয়েও কোনো রকমে প্রাণ হাতে পালিয়ে ভারতে দুই বৃদ্ধা। বিএসএফের হাতে ধরা পড়া দুই বৃদ্ধাকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ।