West Bengal News LIVE Update: সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা! কসবাকাণ্ডে গ্রেফতার আরও ১..
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা! কসবাকাণ্ডে গ্রেফতার আরও ১। ধৃতের নাম মহম্মদ ফুলবাবু। বিহারের সমস্তিপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূলের সহ সভাপতি সহ প্রাক্তন কাউন্সিলর । বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরের কোকওভেন থানা ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে। রিন্টু পাঁজা বর্তমানে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ-সভাপতি। শুক্রবার ভোরে তাঁদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। রিন্টু ও অরবিন্দের বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ করা হয়েছে। সকালে ধৃত দুইজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুম আদালতে। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা তাতেই বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই অভিযোগ তুলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন,"দুর্নীতি ঢাকতে আই ওয়াস করতে চাইছে রাজ্য সরকার। তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে নাটক দেখানো হচ্ছে।"
শনিবার নিজের কালীঘাটের বাড়িতে জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জনের কমিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুদর্শনা এর বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির আনাগোনা। বৃহস্পতিবার দুপুর ২.৩০-২.৪৫ নাগাদ এক ব্যাক্তি তিনি এসে ঘোরাঘুরি করে বাড়ির সামনে। ক্যামেরাতে ওই ব্যাক্তিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখা যায়। গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের।
অক্টোবর মাসে প্রধানমন্ত্রী অফিস (পিএমও) থেকে এক আধিকারিক সিবিআইকে (স্পেশাল ক্রাইম জোন ১) চিঠি দেন। সেখানে পিএমও দফতরের ভুয়ো আধিকারিক সেজে একটি র্যাকেট সরাসরি বা সোশ্যাল মিডিয়ায় চাকরি দেওয়ার চক্র ফেঁদে বহু লোকের কাছ থেকে টাকা নেয়। এই চক্রের অন্যতম হিসেবে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির নাম উঠে আসে। সেই ঘটনার তদন্ত নেমে দেশ জুড়ে তল্লাশি চলে। রেল ডিফেন্স-সহ একাধিক অফিসে চাকরির টোপ দেওয়া হয়েছিল। সেই তদন্তে নেমে আজ কলকাতার উত্তর এবং দক্ষিণ শহরতলীর বিধাননগর এবং নরেন্দ্রপুরে দুটি ঠিকানায় সিবিআইয়ের দিল্লি থেকে আসা টিম তল্লাশি চালায়।
বেশ কয়েকবার সেরার শিরোপা জুটেছে কল্যাণীর পরিছন্ন শহর বলে সেই শহরেই আজ দূষণের কবলে। কল্যাণী পৌরসভার এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন ডাম্পিং গ্রাউন্ড নেই। কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস এর ধারেই এভাবেই জমছে জঞ্জালের স্তুপ। এই শহরের রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা সবকিছুই পরিকল্পিত তার সাথে রয়েছে যথেষ্ট সবুজের সমারাহো। কিন্তু এখানে কোন ডাম্পিং গ্রাউন্ড না থাকার ফলে রাস্তার ধারে এভাবেই জঞ্জালের স্তুপ পড়ে থাকায় দূষণ ছড়াচ্ছে। শহরের জঞ্জালের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এসে ফেলা হচ্ছে প্রকাশ্যে একশ্রেণীর গরিব মানুষেরা সেই সমস্ত জিনিসপত্র কুড়িয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। কল্যাণীর যে স্থানে এই ময়লা ফেলা হচ্ছে তার একদিকে রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে একটি সরকারি স্কুল পাশাপাশি কাঁচরাপাড়া থেকে কল্যাণীতে কারখানায় কাজ করতে আসার সময় এই রাস্তা ধরেই শহরে আসতে হয়। সেখানে দুর্গন্ধ এতটাই যে সহ্য করতে পারছেন না অনেকেই। কল্যানীর প্রাক্তন পুরোপ্রধান শান্তনুঝা বলেন, কল্যাণী এজেন্ডা থেকে পরিছন্নতা সরে গেছে। জঞ্জাল নিষ্কাশনের জন্য ১৬ কোটি টাকা ফেরত গেছে বলে জানান। বর্তমান পুরো প্রধান নীলিমেশ রায়চৌধুরী বলেন, সরকারিভাবে একটা জায়গা পেয়েছি খুব শিগগিরই সেখানে কাজ শুরু হবে। কিছু আইনি জটিলতা থাকায় একটু দেরি হচ্ছে।
জলপাইগুড়ি দিনবাজারে এবং বিভিন্ন বাজারে সবজি এর দাম শুক্রবার দেখা যাচ্ছে যে আলু খুচরা বাজারে চল্লিশ টাকা কিলো দরে বিক্রি করছে এবং পাইকারি বাজারে ২৫ থেকে ২৬ টাকা কিলো দরে। এবং পেঁয়াজের দাম একটু দাম কমলেও ৬০-৭০ টাকা করে প্রতি কেজি পিয়াজের দাম। বেগুন, বাঁধাকপি, ফুলকপির দাম সামান্য কমলেও শীতের মরসুমে আজও সবজির দাম অনেকটাই বেশি বলে অভিযোগ, সমস্যায় ক্রেতারা।
মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নীচু তলার পুলিসকে আক্রমণ করার পর আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের বারাবনি থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্স করল আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনার সুনীল কুমার চৌধুরী। যতদিন না পরবর্তী নির্দেশ জারি হচ্ছে ততদিন তিনি তার সমস্ত পুলিসের জিনিসপত্র পুলিস কমিশনারেটের স্টোর রুম আসানসোল পুলিস লাইনে যেন জমা দিয়ে দেন, তারও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার বেতন বেসিকের অর্ধেক করে দেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে। তবে অন্যান্য সমস্ত ভাতা তিনি পুরোপুরি পাবেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।