19 December 2024, 09:30 AM
Bardhaman Town: বর্ধমান শহরের নবাবহাট জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। বৃহস্পতিবার সকালে বর্ধমান থেকে আসানসোল যাওয়ার পথে বাসটি নবাবহাট প্রাণীসম্পদ বিকাশ দফতরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ১৯ নম্বর জাতীয় সড়কে মাঝামাঝি উল্টে পড়ে বাসটি। ফলে দুর্গাপুর লেনে যাতায়াত বন্ধ হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতি মারাত্মক নয়। আহত কয়েকজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের আঘাতও তেমন গুরুতর নয়। পুলিস ক্রেন এনে বাসটিকে সরানোর চেষ্টা করছে।
19 December 2024, 07:30 AM
Canning: ক্যানিং থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন বাসন্তী থানার অন্তর্গত ঢুঁড়ি ৮ নম্বর তীতকুমার এলাকার বাসিন্দা প্রভাতী দাস। ক্যানিং থানা-চত্বরে আচমকা অসুস্থবোধ করেন তিনি। এবং পরে অচৈতন্য হয়ে পড়েন। কর্তব্যরত পুলিসকর্মীরা অচৈতন্য ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে নিজেদের গাড়িতে করেই ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছে দেন।