19 December 2020, 15:45 PM
মেদিনীপুরে সভা সেরে চপারে উঠে এয়ারপোর্টের উদ্দেশে রওনা অমিত শাহের। অগ্নিমিত্রা পালসহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব থাকবেন সেখানে। পাশাপাশি জানা যাচ্ছে শুভেন্দুকে সঙ্গে নিয়েই কলকাতায় অমিত শাহ।
19 December 2020, 15:30 PM
19 December 2020, 14:45 PM
19 December 2020, 14:45 PM
19 December 2020, 14:30 PM
শুভেন্দু পৌঁছেছেন। সনাতন সিং-এর বাড়িতে দুপুরের খাবার সেরে অমিত শাহও পৌঁছলেন মেদিনীপুরের সভাস্থালে
19 December 2020, 13:45 PM
একদিকে কৃষক আন্দোলনে উত্তাল রাজধানী। অন্যদিকে রাজ্যসফরে এসে কৃষকের বাড়িতেই একেবারে বাঙালি আহার সহযোগে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।রাজনৈতিক মহল মনে করছে কৃষক সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ। মেনুতে রয়েছে, সরু সাদা চালের ভাত, তিন রকম ভাজা, আলু-পনির-পটলের তরকারি, শুক্তো, শেষ পাতে টক দই ও নতুন গুড়ের রসগোল্লা। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীকে সঙ্গে নিয়ে দুপুরের খাওয়া সারলেন অমিত শাহ।
19 December 2020, 13:15 PM
সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়েছেন অমিত শাহ। এরপর মহামায়া মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন অমিত শাহ
19 December 2020, 13:00 PM
মহামায়া মন্দিরের পথে অমিত শাহ। ৫০০ বছরের পুরনো কর্ণগড়ের ভগবতী মহামায়া মন্দির। মন্দিরে প্রবেশের পর জুতো খুলে হাত ধুয়ে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
19 December 2020, 13:00 PM
এরপর সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
19 December 2020, 13:00 PM
চপারে মেদিনীপুরে পৌঁছে হবিবপুরে ক্ষুদিরাম বোসের মাসির বাড়িতে যান অমিত শাহ। সেখানে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন তিনি।
19 December 2020, 12:00 PM
Medinipur এর উদ্দেশ্যে রওনা @AmitShah এর#EXCLUSIVE #FirstOnZee24Ghanta #AmitShahInBengal #BJP4SonarBangla pic.twitter.com/r9CFA5f3cf
— zee24ghanta (@Zee24Ghanta) December 19, 2020
19 December 2020, 11:30 AM
চপারে উঠে মেদিনীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন অমিত শাহ
19 December 2020, 11:30 AM
19 December 2020, 11:15 AM
এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। গোটা এয়ারপোর্ট চত্বর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তারক্ষীতে। আর কিছুক্ষণের মধ্যেই চপারে উঠে মেদিনীপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানেই শুরু হবে অমিত শাহের হেভিওয়েট সভা। স্বামীজির বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তা এদিন সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। এয়াপোর্টে হাজির রয়েছে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার-সহ বিজেপির বেশ কিছু নেতৃত্ব। যদিও সকলকে এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি। কারা সেখানে আছেন তার একটি তালিকা পুলিসের তরফে দেওয়া হয়েছে। তাতে শুভেন্দু অধিকারীর নাম নেই।
19 December 2020, 11:00 AM
স্বামীজির বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন অমিত শাহ।
কী বললেন রইল এক ঝলকে...
* আজ আমার জন্য সৌভাগ্যের দিন। আমি এমন একটা জায়গায় এসেছি যা ভারতে নয় গোটা দুনিয়াতে তাৎপর্যপূর্ণ।
* এখানে সর্বধর্ম সমন্বয় হয়েছে। সনাতন ধর্মের পরিচয় ঘটেছে এখানে। আধুনিকতা এবং আধ্যাত্মিকতা যোগের কাজ করেছেন।
* স্বামীজি সেদিন যেমন প্রাসঙ্গিক ছিলেন। আজও তেমন। আজ অনেক বেশি প্রয়োজন তাঁকে। আমরা তাঁর দেখানো পথেই তাঁর ভাবাদর্শ মেনেই চলার চেষ্টা করি।
আপাতত সিমলা স্ট্রিটের সফর শেষ। এখান থেকে বেরিয়ে শাহের পরবর্তী গন্তব্য মেদিনীপুর।
19 December 2020, 10:45 AM
19 December 2020, 10:30 AM
স্বামী বিবেকানন্দের জন্মভিটেতে পৌঁছলেন অমিত শাহ
19 December 2020, 10:30 AM
সকালে NIAর সঙ্গে বৈঠক সেরে স্বামীজির বাড়ির দিকে রওনা দেন অমিত শাহ। সকালেই হয় ভার্চুয়াল বৈঠক। এসপির কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। এরপরই বিবেকানন্দের বাড়ির উদ্দেশে বের হন তিনি।