LIVE: থাইল্যান্ডের ব্যাঙ্কে প্রতি মাসে ৩৬ লক্ষ টাকা ঢুকেছে? তমলুকে Suvendu

Last Updated: Monday, January 25, 2021 - 17:05
LIVE: থাইল্যান্ডের ব্যাঙ্কে প্রতি মাসে ৩৬ লক্ষ টাকা ঢুকেছে? তমলুকে Suvendu

25 January 2021, 17:00 PM

মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্মফুটতে শুরু করেছে। রাম নবমীর আগে বাকি ফুটে যাবে। ১৬ ফেব্রুয়ারির পর আপনার বাড়িতে পদ্ম ফোটাবো।     
 

25 January 2021, 17:00 PM

জয় শ্রী রাম শুনলে ক্ষেপে যাচ্ছে। আর একজন ক্ষেপে যাচ্ছে তোলাবাজ ভাইপো শুনলে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে একবার লালবাহাদুর শাস্ত্রী এসেছিলেন। এবার মোদীজি এলেন। এত রাগ কেন জয় শ্রী রামে? একটা বই আছে পত্রাবলী নাম আছে। বইটার পৃষ্ঠা ১৬ থেকে ১৭ পড়ে নেবেন।

25 January 2021, 16:45 PM

২০০১ সালে তৃণমূল উঠে গিয়েছিল। আমার কোনও পরিবর্তন দেখেছেন। আমার পাসপোর্টে কাঠমান্ডু যাওয়ার টাকা নেই। আপনি ৪বার বিদেশে যান। আপনার তো সিঙ্গাপুরে না গেলে চিকিৎসা হয় না। মধু আপনি খাচ্ছেন। আমার বাড়ি যা ছিল তাই আছে। হাতে ঘড়ি নেই। আংটি নেই। হরিশ মুখার্জি ও হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ৩৫টি বাড়ির মালিক। 

25 January 2021, 16:45 PM

বিনয় মিশ্র সম্পর্কে বললেন না কেন? বিনয়ের সঙ্গে ৩টি কনস্টেবল দেওয়া আছে। আগামী দিনে বিজেপি জিতবে ও সরকার গড়বে।

25 January 2021, 16:45 PM

হরিবোল হরিবোল হয়ে গিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ করে কিছু হবে না। স্লোগানটাও চুরি হয়ে গেল। 

 

25 January 2021, 16:45 PM

২ ডিসেম্বর আমার হাত-পা ধরছিলি কেন? ওঁর আদরিণী মোদীজিকে দুর্ব্যবহার করেছেন। একই ঝাড়ের বাঁশ। 

25 January 2021, 16:45 PM

আপনারা বলুন বিমান বসুর নাম লিখেছে। নিজের জামা-কাপড় নিজের হাতে কাঁচে। আমার লড়াই লক্ষ্মণবাবুর বিরুদ্ধে। হার্মাদগিরির বিরুদ্ধে ছিল। অধীর চৌধুরীর নাম লিখেছে। সুজন চক্রবর্তীর নাম লিখেছে। ম্যাডাম নারুলা কে? তোলাবাজ ভাইপো কী বলবেন? লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে?  থাইল্যান্ডের ব্যাঙ্কে টাকা ঢুকেছে। প্রতি মাসে ৩৬ লক্ষ টাকা করে ঢুকেছে রসিদও আছে। কে ম্যাডাম নারুলা? আপনারা জেনে যাবেন।  

25 January 2021, 16:45 PM

কাল যখন তোলাবাজ ভাইপো কী কী বলেছে? বলেছে শুভেন্দু ঘুষখোর, মধুখোর আর বিশ্বাসঘাতক। আর বলেছে সরকার আমরা চালাই না। আপনাকে বলি, মাননীয় তোলাবাজ ভাইপো। এই ধরনের ফেরেববাজ কম আছে। এমবিএ কেউ লিখতে দেখেন? প্রাক্তনমন্ত্রী গৌতম দেব বলেছিলেন, দিল্লিতে এরকম কোনও বিশ্ববিদ্যালয় নেই। চিটিংবাজি শুরু ছোটবেলায়। খবরের কাগজে নিতে দেখা গিয়েছে। সৌগত রায়, ববি হাকিম ও কাকলি ঘোষ দস্তিদারের কী হবে? ম্যাথুকে টাকা দিয়েছে কেডি সিং। কেডি সিংকে লাগিয়েছে তোলাবাজ ভাইপো।

তমলুকের জনসভায় বক্তব্য রাখতে শুরু করলেন শুভেন্দু অধিকারী।     

25 January 2021, 15:30 PM

25 January 2021, 15:15 PM

শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর মিছিল। এরপরই জনসভা।