Live: 'ঘরের বউকে বলছে কয়লা চোর?', ডানলপের সভা থেকে Modi-কে অলআউট অ্যাটাক Mamata-র

Last Updated: Wednesday, February 24, 2021 - 14:26
Live: 'ঘরের বউকে বলছে কয়লা চোর?', ডানলপের সভা থেকে Modi-কে অলআউট অ্যাটাক Mamata-র

24 February 2021, 14:30 PM

একটা মাত্র আসন জিতে ভাবছে এবার পুরো হুগলিটাই দখল করবে? আনন্দে ধেই ধেই করে নাচছে। মা-বোনেদের বলছি, যা হয়েছে সব ভুলে যান। হুগলির সব আসন এবার আমাদের দিন। আগের বার বলাগড়ে আমরা ভোট পাইনি। নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হয়েছিল। সেগুলো সব আমরা শুধরে নেব। 

একটা হোঁদল কুতকুত, অন্যটা কিম্ভূত কিমাকার, শাহ-মোদীকে তীব্র আক্রমণ মমতার। নরেন্দ্র মোদী, আর আপনার দানব বন্ধুরা, সঙ্গে যাঁরা ছোটখাটো চুনোপুঁটিরা আছে, আর মাত্র দু’মাস। তার পর দেখব, কার কত গণতন্ত্রের জোর!

24 February 2021, 14:00 PM

একুশের ভোটই বিজেপির ভাগ্য নির্ধারক হবে। বাংলায় হারলে দেশ থেকেও বিদেয় নেবে বিজেপি। : Mamata

পবন রুইয়ার বাড়িতে ২ জন বিজেপি নেতা থাকেন। যাওয়ার সময় আমি দিলীপ যাদবকে বলে দিয়ে যাব। আমি এখানেও বলতে পারি, কিন্তু ওদের নাম মুখ আনতে আমার লজ্জা লাগে। : Mamata

 

24 February 2021, 14:00 PM

ডানলপ অধিগ্রহণ করতে চেয়েছিল রাজ্য় সরকার। কেন্দ্র সেটা করতে দেয়নি। ডানলপ কর্তা রুইয়ার সঙ্গে বিজেপি নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে। Cat পার্টি এখন Rat পার্টি হয়েছে : মমতা

তারকেশ্বর উন্নয়ন পর্ষদ হয়েছে। সিঙ্গুরে ১১ একর জমির উপর অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ডানকুনি থেকে শুরু করে রেললাইন ধরে শিল্প হবে। হুগলিতে অনেক শিল্প হচ্ছে। সিঙ্গুরের চাষিরা আজও ভাতা পান। বন্যা নিয়ন্ত্রণে হুগলি জেলায় প্রচুর কাজ হচ্ছে। আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। : মমতা

24 February 2021, 13:45 PM

২ লাখ কোটি খরচা করে বাংলার ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। দেড় কোটি বাংলার ছেলেমেয়ের কর্মসংস্থান আমরা দেব : মমতা

আমাকে অ্যারেস্ট কর। আমাকে নিয়ে তৃণমূলের সবাইকে অ্যারেস্ট কর। আমাকে এখানে পুঁতলে, আমি দিল্লিতে গিয়ে মাথা তুলে দাঁড়াব। সুস্থ বাঘের চেয়েও আহত বাঘ ভয়ঙ্কর : মমতা

 

24 February 2021, 13:45 PM

২২-২৩ বছরের মেয়েকে বলছে কয়লা চোর? বাংলার মেয়েরা কয়লা চোর? ঘরের বউকে বলছে কয়লা চোর? আর আসল কয়লা চোরদের কোলে নিয়ে বসে আছেন! নরেন্দ্র মোদীর গায়ে নোটবন্দির টাকার ময়লা লেগে। আপনার সারা গায়ে ময়লা মেখে আছে : মমতা

তোলাবাজ কাকে বলে? যারা ৫ টাকা, ১০ টাকা তোলে, তাদের গ্রামের মানুষ তোলাবাজ বলে। আর যারা দেশকে বিক্রি করে দেন, কারখানা বিক্রি করে দেন? তারা কি ক্যাটমানি খান, নাকি তাকে Ratmoney বলে? তৃণমূল তোলাবাজ হলে, আপনি দাঙ্গাবাজ: মমতা

24 February 2021, 13:45 PM

প্রধানমন্ত্রী বলছে, বাংলায় নাকি মা-বোনেরা সুরক্ষিত নয়! বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষিত তো? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে সুরক্ষিত? সব জায়গায় অরক্ষিত, নয়তো কুরক্ষিত। বিজেপিতে মেয়েরা সুরক্ষিত নয় : মমতা

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর কাজ আমার আমলে। আর প্রধানমন্ত্রী শুধু ফিতে কেটে বাহবা নিচ্ছেন। সব রেল প্রকল্প আমি করেছি, তুমি শুধু ফিতে কেটেছ। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, বলতে চাই না। কারণ উনি আজকে আছেন, কালকে থাকবেন না। আমি পদটাকে সম্মান করি : মমতা

24 February 2021, 13:30 PM

কি খেলা হবে তো? একুশের ভোটে খেলা একটাই হবে। একদিকে তৃণমূল থাকবে। আরেকদিকে থাকবে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি। আর আমি থাকব তৃণমূলের গোলরক্ষক। একটা গোলও মারতে পারবেন না। সব বার পোস্টের উপর দিয়ে বেরিয়ে যাবে : Mamata

24 February 2021, 13:30 PM

তৃণমূলে যোগদানের হিড়িক। যোগ দিলেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, মানালি দে।

আমি যেদিন মাকে হারিয়েছিলাম, সেদিন এই মানুষটা আমার পাশে ছিল। অরূপদা পাশে ছিল। আমি সাতেও থাকি, পাঁচেও থাকি। এবার ফর্ম্যালি যোগ দিলাম : মানালি দে

24 February 2021, 13:30 PM

ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে শতরানের পর, আইপিএল ট্রফি জেতার পর যে আবেগ, ভালোবাসা আমি পেয়েছি, তাতে কোনও হিন্দু-মুসলিম ছিল না। সারা দেশে বিভেদের রাজনীতি করছে বিজেপি সরকার। তৃণমূলের লোগো বোঝায় আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু-মুসলমান। ঘাসফুলে আমি সেই কারণেই। মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা : মনোজ তিওয়ারি  

24 February 2021, 13:30 PM

এত কম বয়সে সুযোগ দেওয়ার জন্য দিদিকে ধন্যবাদ। আগামীদিনে বাংলার মা, বোনেদের সুরক্ষা দেখে রাখব। বাংলার সম্প্রীতি বজায় রাখব। আপনাদেরকে সঙ্গে নিয়েই আগামীতে আমরা সত্য, শিব, সুন্দর পশ্চিমবঙ্গ তৈরি করব : সায়নী ঘোষ

24 February 2021, 13:30 PM

সাহাগঞ্জের সভায় উপস্থিত টলিউডের একঝাঁক তারকা।

24 February 2021, 13:30 PM

খেলা হবে তো? দিদির সঙ্গে থাকব তো? আমি দিদির সঙ্গে আছি। ২০১১ সাল থেকে আছি। আজীবনকাল থাকব। বাংলার মাটি, বাংলার মানুষ দিদিকে চায়। খেলা হবে। জোর দিয়ে খেলা হবে। সবাই দিদির পাশে থাকবেন। দিদির হাত শক্ত করতেই হবে : জুন মালিয়া

24 February 2021, 13:30 PM

তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি, অভিনেত্রী সায়নী ঘোষ

24 February 2021, 13:00 PM

আজ সাহাগঞ্জের সভাতেই তৃণমূলে যোগ দিতে পারেন ক্রিকেটার মনোজ তিওয়ারি।

24 February 2021, 12:30 PM

'খেলা হবে, খেলা হবে', ডিজের তালে নাচতে নাচতে দলনেত্রীর সভায় পৌঁছলেন তৃণমূল কর্মীরা। ম্যাটাডোর গাড়িতে জেনারেটর ফিট করে চলছে ডিজের তালে তালে নাচ। 'খেলা হবে' স্লোগান ভোট আবহে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। পাশাপাশি এই স্লোগান বিতর্কও তৈরি করেছে। শাসক-বিরোধী উভয় শিবিরই 'খেলা হবে' স্লোগান তুলছে। পাশাপশি, সভাস্থল ছয়লাপ 'বাংলা নিজের মেয়েকেই চায়' ব্যানারে।

24 February 2021, 12:30 PM

হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ডানলপ সাহাগঞ্জের জনসভায় যোগ দিতে আর কিছুক্ষণের মধ্যেই কপ্টারে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।