Mamata LIVE: বাংলায় ধমকানো যাবে না, ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাক: মমতা

Last Updated: Tuesday, January 19, 2021 - 15:06
Mamata LIVE: বাংলায় ধমকানো যাবে না, ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাক: মমতা

19 January 2021, 15:00 PM

* সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন ভাই। জগাই, মাধাই, গদাই। 
* যাঁরা যাচ্ছে আপদ বিদায় হয়েছে। থাকলেই জ্বালাত। 
* রাজনীতিতে ৩ ধরনের লোক আছে। লোভী, ভোগী, ত্যাগী
* বিজেপির কাজ মিথ্যে কথা বলা।  
* ছাত্র যৌবন বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না।
* রাজনীতি দর্শন। রোজ শাড়ি, জামা কাপড় বদলানো যায়। আদর্শ বদলানো যায় না।
* কোভিডেও আমাদের কাজ বন্ধ হয়নি। চারিদিকে চাকরির ব্যবস্থা হচ্ছে, পুরুলিয়ার মানুষকে বাইরে যেতে হবে। 
* নতুন বাংলা গড়বে ছাত্র-যৌবন
* মায়ের পাগুলোতে প্রণাম জানাচ্ছি। ওরা অনেক দূর থেকে হেঁটে এসেছেন। 

19 January 2021, 15:00 PM

* সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন ভাই। জগাই, মাধাই, গদাই। 
* তৃণমূল ছেড়ে যাঁরা যাচ্ছে, আপদ বিদায় হয়েছে। থাকলেই জ্বালাত। 
* রাজনীতিতে ৩ ধরনের লোক আছে। লোভী, ভোগী, ত্যাগী।
* বিজেপির কাজ মিথ্যে কথা বলা।  
* ছাত্র যৌবন তোমরা বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না।
* রাজনীতিও একটা দর্শন। রোজ শাড়ি, জামা কাপড় বদলানো যায়। আদর্শ বদলানো যায় না।
* কোভিডেও আমাদের কাজ বন্ধ হয়নি। চারিদিকে চাকরির ব্যবস্থা হচ্ছে, পুরুলিয়ার মানুষকে বাইরে যেতে হবে। 
* নতুন বাংলা গড়বে ছাত্র-যৌবন।
* মায়ের পা গুলোতে প্রণাম জানাচ্ছি। ওরা অনেক দূর থেকে হেঁটে এসেছেন। 

19 January 2021, 14:30 PM

* যতটা ক্ষমতা আছে করি।
* কিছু মানুষ প্রতি সভায় এসে ঝামেলা বাধায়।
* যতটা পারব হৃদয় নিঙড়ে নেব।
* কিছু ঘোষণা করার আগে 
* পুরুলিয়ায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা পরিকল্পনা করেছি। কোটি কোটি  টাকা খরচ হবে।
* এখানে কর্মসংস্থান হবে। বাইরে যাঁরা রয়েছেন তাঁরা ফিরবেন।
* বিভেদের রাজনীতি নেই।
* জেলায় ১৯ হাজার পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে।
* এই জেলায় শিল্প হবে। ডানকুনি-অমৃতসর প্রকল্প বিস্তার করা হবে। 
* শিক্ষক নিয়োগ হয়েছে প্রচুর। যাঁদের বাকি তাদেরও হবে। আগামী দু-দিনের মধ্যেই ১০হাজার টাকা পৌঁছে যাবে।

* ট্যাবলয়েট, স্মার্ট ফোন কিনে অনলাইন পড়াশোনা করতে পারবে। 

 

19 January 2021, 14:15 PM

* এরা কখনও ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙেন। কখনও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে।
* বাংলা সম্পর্কে কিস্যু জানে না। মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালায়।
* বিজেপিকে চাই না। মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। 
* বহিরাগতদের কাছে মাথা নোয়াবেন না।
* কাজ করুন, শুধু ধমকালে হয় না।
* সায়নী বলে একজন মেয়ে। ধমকাচ্ছে বিজেপি, এত বড় ক্ষমতা? বাংলায় ধমকালে মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেব।
* ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও। নাতনির বয়সী মেয়ে তাঁকে প্রতিদিন হুমকি দিচ্ছে। বলার অধিকার আছে।

 

19 January 2021, 14:15 PM

সভামঞ্চ থেকে বক্তব্য রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বহিরাগত ইস্যুতে বিজেপিকে ফের তোপ দাগেন তিনি।

* লালগড়ে সেতু তৈরি করেছি। ওটা রঘুনাথ মাহতোর নামে করা হল। তাঁর জন্মদিনটিও ছুটি ঘোষণা করা হল।
* বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি দিয়েছি। আদিবাসীদের পরিচিতি দেওয়া হচ্ছে।
* বিজেপির নেতারা নির্লজ্জভাবে ভুলভাল বুঝিয়ে দিল্লি পালিয়ে গেছেন। যাকে ভোট দিয়েছেন তিনি আর আসেন না। কিছুই দেন না।
* নির্বাচনের আগে মন্ডা-মিঠাই খাওয়াবে। আর নির্বাচনের পর চলে যাবে।
* ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমকে কাজে লাগাচ্ছে।

19 January 2021, 14:00 PM

সভামঞ্চ থেকে বলছেন শতাব্দী রায়

* ভাবুন কী পেয়েছি, কী পাব। ওরা যা প্রতিশ্রুতি দিচ্ছে, বিভ্রান্ত হবেন না।
* বুদ্ধি দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিন।
* কেউ কোনওদিন ভেবেছিল কোনও সরকার সাধারণের দুয়ারে পৌঁছে যাবে?
* আপনারা সুযোগ নেবেন কিন্তু ভোট দেবেন না, এটা কি বেইমানি নয়?
* বুকে হাত দিয়ে প্রশ্ন করুন মানুষ কি উপকৃত হয়নি?
* আমাদের নেত্রী কথা রাখেন, পাশে থাকেন।
* একজনের বিরুদ্ধে লড়াতে কত লোক আসছে বাইরে। কেন্দ্র ভয় পায় মমতাকে।
* সংসারে অশান্তি হয়। নিজের লোককে বকা যায়। বাইরের লোক এসে কিছু বলবে এটা হতে দেওয়া হবে না। 
* আমাদের অভাব, অভিযোগ আমরা বলব দিদিকে। বাইরের কাউকে বলতে দিতে দেব না।

19 January 2021, 14:00 PM

* দেব বলে ভোট চাইনি। যা দেওয়ার আগেই দিয়েছি মানুষকে। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রাখেনি।
* ১০০ ভাগের ১০০ ভাগ সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব আমাদের নেত্রী করেছে।

 

19 January 2021, 13:45 PM

পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া ফুটবল গ্রাউন্ডে আজ মমতার সভা। সেজে উঠছে সার্কিট হাউস মঞ্চে বা নেত্রীর কাছাকাছি দলের যে সব নেতারা থাকবেন, তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। শেষ বার মমতা পুরুলিয়া এসেছিলেন ২০১৯-এর পর আজ, পুরুলিয়ার সভামঞ্চে মমতা সালের ডিসেম্বরে। CAAর প্রতিবাদে পুরুলিয়া শহরে পদযাত্রা ও সভা তাঁর। বুধবার পুরুলিয়ার জয়পুরে পাল্টা সভা করবেন শুভেন্দুর। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসন বিজেপির দখলে ছিল। বিধানসভা ভিত্তিক ফলে শুধু মানবাজার আসন ছিল তৃণমূলের দখলে। ২০১৬-র ফলাফলের নিরিখে পুরুলিয়ার ৯টি আসনের মধ্যে ৭টি দখল করেছিল তৃণমূল।