LIVE: `ফোন ট্যাপ করছে ভাইপোর পুলিস`, মহিষাদলে বিস্ফোরক Suvendu
Latest Updates
আমি বিজেপি গিয়েছে কেন? আমি চাই কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। একই দলের সরকার ছাড়া শিল্প আসবে না, বেকার সমস্যার সমাধান হবে না। আমাদের রাজ্যের উন্নয়ন হবে না।
ভারতবর্ষে বিভিন্ন দলের সরকার আছে। আষ্মুমান ভারত সব জায়গায় চলে। তিন কোটির বেশি লোকের স্বাস্থ্যসাথী ছিল। হাত তুলুন তো, স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন।
সাড়ে ৯ বছর পরে যমের দুয়ারে সরকার। কী পাবেন, একটা করে ফর্ম, ফিল আপ। আর ভোটের আগে একটি কার্ড দেবে। ঢপের চপ।
ভাইপোর পুলিস ফোন ট্যাপ করছে। এই অত্যাচার চলবে না। আদর্শ নির্বাচন বিধি চালু হতে দিন।
ভোট এলেই বলে শঙ্করপুরে বন্দর হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলাম। যা জমিনীতি, একটাও শিল্প হবে না। চপশিল্পও হবে না।
ডিল হয়েছে, প্রত্যেক বছরে স্কুল সার্ভিস, কলেজ সার্ভিস পরীক্ষা হবে। যোগ্যতা অনুযায়ী বেকারদের নিয়োগ করা হবে।
প্রতিটি স্কুলের সামনে লেখা থাকবে বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। ডিল হয়েছে, সব জায়গায় সাংস্কৃতিক চর্চা করার আগে লেখা থাকবে বাংলার গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বিজেপির সঙ্গে ডিলের প্রসঙ্গ তুলে ফের তৃণমূলকে চড়া সুরে আক্রমণ শুভেন্দু অধিকারীর।
জনসভায় বক্তব্য রাখছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। চড়া সুরে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।