WB Assembly Election 2021 LIVE: বিজেপি বিষধর কেউটে সাপ, যেখানে ঢুকবে ছোবল মারবে: মমতা

Last Updated: Monday, March 22, 2021 - 14:37
WB Assembly Election 2021 LIVE: বিজেপি বিষধর কেউটে সাপ, যেখানে ঢুকবে ছোবল মারবে: মমতা
ফাইল চিত্র

22 March 2021, 14:00 PM

* মানুষ যদি বলে আমার বাড়িতে রান্না করে দিয়ে যাও। তাও করে দেব।
* আমি ভাঙি তবু মচকাই না। 
* ওরা কেউটে সাপ। যেখানে ঢুকবে ছোবল মারবে।
* খেলা হবে, বিজেপিকে খালি করা হবে।

22 March 2021, 13:15 PM

* আমার দলের ইলেকটেট মেম্বারদের ৪০ শতাংশ সংরক্ষণ রয়েছে।
* তোমাদের কাসুন্দি ঘেঁটে লাভ নেই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি কর।
* আমরা কেন্দ্রীয় সরকারকে আপনার আলুতে হাত দিতে দেব না। আপনার জমি আপনার থাকবে। আপনার আলু আপনার থাকবে।
* মনে রাখবেন সিপিএম বিজেপির সঙ্গে ডিল করেছে। 
* ইতিহাস-ভূগোল বন্ধ করে দিচ্ছে। 
* ৪০ কোটি টাকা ৩০০ ট্রেনের ভাড়া দিয়ে বাইরে থেকে লোক এনেছি।

 

22 March 2021, 13:00 PM

* ওরা নির্বাচনের আগে অনেক কথা বলে, আর নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়। বাংলায় বহিরাগত গুণ্ডাদের পাঠিয়েছে।
* বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে জল পৌঁছে দেব।
* বাকুড়ার জমিগুলো উর্বর করব। 
* ২৫ লক্ষ ছেলেমেয়ের গ্রামীন কাজ হবে ১০০ দিনের কাজে। 
* অন্যতম বৃহৎ জল প্রকল্প হচ্ছে বাঁকুড়ায়।
*  আগে রাস্তার কী অবস্থা ছিল, কোনও কাজ হত না। 
* এখন ১২১৮ কোটি টাকা দিয়ে বাঁকুড়াতে বৃহৎ জল সরবরাহ প্রকল্প। 
* বাঁকুড়াতে ৫৮ হাজার কোটি টাকা দিয়ে জল প্রকল্পের ব্যবস্থা।
* বাড়িতে বসে কাজের জন্য বাড়িতে লোন দেওয়া হল।

22 March 2021, 13:00 PM

* ওরা নির্বাচনের আগে অনেক কথা বলে, আর নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়। বাংলায় বহিরাগত গুণ্ডাদের পাঠিয়েছে।
* বাড়িতে বাড়িতে পাইপ দিয়ে জল পৌঁছে দেব।
* বাকুড়ার জমিগুলো উর্বর করব। 
* ২৫ লক্ষ ছেলেমেয়ের গ্রামীন কাজ হবে ১০০ দিনের কাজে। 
* অন্যতম বৃহৎ জল প্রকল্প হচ্ছে বাঁকুড়ায়।

22 March 2021, 12:45 PM

বাঁকুড়ার কোতলপুরে বলছেন মমতা

* বাংলায় বহিরাগত গুন্ডাদের পাঠিয়েছে।
* আগে খুন হত। এখন শুধুই শান্তি।
* বিনা পয়সায় গ্যাস দিতে হবে। 
* সব বিক্রি হয়ে যাবে। খাবেন কী?
* আপনার ব্যাঙ্কের টাকা বিজেপি খেয়ে নেবে।
* তারকেশ্বর বিষ্ণুপুরের লাইন আমি করে দিয়েছিলাম।
* কোতলপুরে বিজেপি কোতল করা ছাড়া কী করত। 
* ৭২ হাজার কোটির টাকা শিল্প ইন্ডাস্ট্রি তৈরি হবে। 
* বাঁকুড়ার ছেলে মেয়েরা পড়াশোনায় অনেক ভাল।
* বাঁকুড়ায় মাল্টি সুপার হাসপাতাল আছে।

22 March 2021, 11:15 AM

নজরে প্রথম দফা। কাল প্রধানমন্ত্রীর পাল্টা আজ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী। কোতুলপুর, ইন্দাস, বড়জোড়ায় সভা মমতার। মহিষাদলে সভা অভিষেকের। তমলুকে রোড শো।  হলদিয়ায় স্মৃতি ইরানি, ময়নায় গৌতম গম্ভীর। দিলীপ ঘোষের কর্মসূচি খড়গপুরে।