WB Assembly Election 2021 LIVE: আমার মা ছোট্ট থেকে বলত, তুমি আমার না, জনগণের: মমতা

Last Updated: Sunday, March 21, 2021 - 13:59
WB Assembly Election 2021 LIVE: আমার মা ছোট্ট থেকে বলত, তুমি আমার না, জনগণের: মমতা

21 March 2021, 13:45 PM

* ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি দেব। 
* শ্রমিরা যখন মারা যাচ্ছিল, আমি করেছি সব, মোদীর গদ্দাররা কিচ্ছু করেনি।
* আমরা ডবল ডবল শিক্ষক নেব। ডাক্তার নেব। নার্স নেব।
* আগামী ১০০ বচর বিদ্যুতের কোনও অভাব হবে না। 
* কুঠি করে রাখব এখানে।
* নন্দীগ্রামে ১ বছরের জন্য় বাড়ি কিনেছি।
* অনেক ভালবাসতাম।
* আমি একটু গাধা আছি, বোকা, সহজ-সরল
* আমি ঠকেও মজা পাই। বিশ্বাসঘাতকদের মুখোস খুলে যায়
* প্রার্থী যে যাই হোক, সরকার আমার হবে। 

* আমি সারাদিন চাকরের মতো কাজ করি, সরকারের টাকা নিই না। আমি কারও কেয়ার করি না।

* আমি বই লিখি, গান লিখি, ছবি আঁকি সেখান থেকে যা পাই দিন চলে যায়। 

* রবীন্দ্র জয়ন্তী করতে করতে কবে রবীন্দ্র প্রেমী হয়ে গেছি জানি না
* আমি প্যাঁ প্যাঁ করেও গাড়ি চড়ি না।
* বিজেপি বললেই আমি চোর হয়ে যাব না।
* নরেন্দ্র মোদীর মত এত বড় ডাকাত কোথায় আছে?
* যখন এমপি ছিলাম টাকা নিইনি, সরকারের পয়সায় এক কাপ চাও খাইনি। 

21 March 2021, 13:00 PM

21 March 2021, 13:00 PM

21 March 2021, 12:45 PM

* একশ দিনের কাজে আমরা প্রথম। অনেক ক্লাস্টার হয়েছে। আরও হবে। সবাই রাজ্যে বসে কাজ করবে।
* ভোটের দিন সবাইকে ডেকে আনবে যেন ভোটটা দেয়। 
* ভোট দিন গদ্দার, মিরজাফরদের বিরুদ্ধে।
* সিপিএমের হার্মাদ আর আমাদের কিছু গদ্দার গিয়ে বিজেপিতে জুটেছে।
* ইলেকশনের আগে কোনও গুন্ডাদের ঢুকতে দেবেন না।
* গ্রামের রাস্তা আটকে ক্যাম্প করলে প্রতিবাদ করুন। ভোট দিন

21 March 2021, 12:30 PM

ভোটের আগে শেষ রবিবার, কাঁথিতে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

* মিল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব আমি করে দিয়েছি।

* পর্যটন শিল্প নোটবন্দী আর কোভিডের জন্য মার খেয়েছে।

* ফিস অকশান সেকশন করছি। 

* আজ দিঘায় তাজপুর বন্দর হচ্ছে। এই দিঘায় ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে।

* আমাদের সরকার কেবল ল্যান্ডিং সেন্টার হচ্ছে। আইটি এগোচ্ছে। 

*  রাতে কানে কানে কথা বলে, দিনে চুমু খায় তাঁদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না। এক সময় সম্মান করতাম, ভালবাসতাম। আমি নিজে মা তারার ছবি এঁকে দিয়ে এসেছিলাম, আর আজ সেই বিশ্বাসঘাতকের দল বিজেপিকে হাত ধরে এনেছে। এদের থেকে বড় গদ্দার কেউ নয়, বিশ্বাসঘাতক

21 March 2021, 12:15 PM

হাইভোল্টেজ রবিবার। নজরে প্রথম দফা। পশ্চিমাঞ্চলে আজ রাজনীতির মেগা শো। লোকসভা ভোটের সাফল্য ধরে রাখাই লক্ষ্য। একই দিনে রাজ্যে মোদী-শাহ।  বাঁকুড়ায় সভা করবেন নমো, লালমাটির দেশের মন পেতে কী ভোকাল টনিক? প্রধানমন্ত্রীর সভায় নজর বাংলার। ভোট বঙ্গে এপিসেন্টার পূর্ব মেদিনীপুর। প্রেস্টিজ ফাইটে প্রতিপক্ষকে জমি  ছাড়তে নারাজ গেরুয়া শিবির। তত্পর স্বয়ং শাহ। এগরায় সভার পর মেচেদায় মণ্ডল সভাপতিদের নির্বাচনী পাঠ দেবেন খোদ বিজেপির চাণক্য। কলকাতায় ফিরে বিজপির ভোট ইশতাহার প্রকাশ করবেন তিনি। অন্যদিকে প্রচারে ঝড় তুলতে ময়দানে মমতা-অভিষেকও। 

 

21 March 2021, 11:30 AM

'শাহের সভার উদ্দেশে রওনা শিশির অধিকারীর

* নন্দীগ্রামে অনেক ভোটে শুভেন্দু জিতবে।
* যা শুভেন্দু বলবে তাই হবে। 
* শুভেন্দু আমাদের মুখাপাত্র।
* মুখ্যমন্ত্রীর থেকে ভাল কেউ জানে না শান্তিকুঞ্জে পদ্ম কবে ফুটবে।
* রাজনীতি তো করতে হবে তাই বিজেপিতে। 
* মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করব। 
* তৃণমূল থেকে ছুড়ে ফেলা হয়েছে। 
* আমরা ফুটপাথের লোক। লড়াই করতে হবে। মেদিনীপুর থেকে তৃণমূল সাফ হয়ে যাবে

'বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিতে হচ্ছে। জোর করে এই পথে ঠেলে দিয়েছে দল।' শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে মন্তব্য শিশির অধিকারীর। মেদিনীপুর থেকে সাফ হবে ঘাসফুল। ফুটবে পদ্ম। দাবি প্রবীণ নেতার। 

21 March 2021, 11:00 AM

আজ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন অমিত শাহ। পূর্ব মেদিনীপুরের এগরা এবং মেচেদায় জনসভা রয়েছে তাঁর। শনিবার রাতেই দমদম বিমনবন্দরে নামেন তিনি। শাহকে স্বাগত জানান কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। এগরার জনসভায় থাকতে পারেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। শিশিরকে আজকের সভায় থাকার জন্য শনিবারই আমন্ত্রণপত্র এসেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ এল মাণ্ডব্য। দিব্যেন্দু এদিনই শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন বলে শনিবার ইঙ্গিত দেন  শুভেন্দু।