WB Assembly Election 8th phase LIVE: ভোট চলাকালীন তারাপীঠে পুজো CRPF-র IG-র, রিপোর্ট তলব করল কমিশন

Thu, 29 Apr 2021-2:48 pm,

Latest Updates

  • বোলপুরের ইলামবাজারে ৭৩,৭৪ নম্বর বুথের কাছে 'অবৈধ জমায়েত'। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। জুতোপেটা করা হয় দলের এক কর্মীকে।

  • ভোটের দিন মানিকতলায় 'হামলা'র মুখে পড়লেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

  • অষ্টম দফার ভোট চলাকালীন সদলবদলে তারাপীঠে পুজো দিলেন CRPF-র আইজি। কর্তব্যরত অবস্থায় কেন মন্দিরে? রিপোর্ট তলব কমিশনের।

  • কমিশনের নজরবন্দি অবস্থায় ভোট দিলেন অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরে বাড়ির পাশেই একটি বুথে মেয়েকে সঙ্গে ভোট দিতে যান তিনি।

  • মালদহে ভোটের দায়িত্বে করোনা আক্রান্ত আশাকর্মী!  তাঁর স্বামীও জ্বরে ভুগছেন, কোভিড পজিটিভ চোদ্দো বছরের ছেলেও। ওই মহিলার দাবি, বিষয়টিকে আমলই দিতে চাননি বিডিও, এমনকী ব্লক স্বাস্থ্য আধিকারিকও। উল্টে ভোটের ডিউটি করতে না চাওয়ার বাড়িতে পুলিস পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • শীতলকুচি করব! মানিকতলার কাদাপাড়া শীতলামন্দির এলাকায় ভোটারদের হুমকি, মারধরের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। গুরুতর আহত এক মহিলা।

     

  • অষ্টম দফায় ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর। বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার গাড়িতে ভাঙচুরের অভিযোগ। 'আক্রান্ত' প্রার্থী নিজেও।

  • জোড়াসাঁকোয় 'আক্রান্ত' বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। মুক্তিরামবাবু স্ট্রিটে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

  • ১৪ পুনর্নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তেজনা শীতলকুচিতে। বুথের ২০০ মিটারের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী! বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের।

  • ভোটপর্বে নানুরের বিভিন্ন জায়গায় অশান্তি। সিঙ্গি গ্রামে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘিদহ গ্রামে বিজেপি এজেন্টকে বুথে বসতে 'বাধা'।

     

  • ভোটের দিন মহাজাতি সদনের সামনে বোমাবাজি। চলন্ত গাড়ি থেকে বোমা ছোঁড়ার অভিযোগ। এলাকায় বিশাল পুলিসবাহিনী। Action taken রিপোর্ট তলব কমিশনের।

  • বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে বুথের কাছে উদ্ধার তাজা বোমা। ১ জনকে আটক করেছে পুলিস। ইলামবাজারে জমায়েত হটাতে লাঠিহাতে নামল বাহিনী।

  • 'পশ্চিমবঙ্গে আজ শেষ দফার ভোটগ্রহণ। কোভিড বিধি মেনে সকলকে ভোট দেওয়ার আহ্বান করছি। গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করুন।'  টুইটে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।  অমিত শাহের টুইট,  'বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোট দান করুন'।  

     

  • বীরভূমের লাভপুরে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে।

  • কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। বললেন, 'এত শান্তিপূর্ণ ভোট আগে কখনও হয়নি। ভোট গণতান্ত্রিক অধিকার, সবাই ভোট দিন'।

  • বীরভূমের ময়ুরেশ্বরে তৃণমূল কর্মীদের উপর 'হামলা'। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার গেরুয়াশিবিরের। এলাকায় উত্তেজনা।

     

  • মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভার হোসেনপুরে 'আক্রান্ত' সংযুক্ত মোর্চার এজেন্টরা। বাড়িতে ভাঙচুর, লুঠপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি করেছে কংগ্রেসই, পাল্টা শাসকদলের প্রার্থী। 

  • শেষ দফার ভোটে উত্তেজনা কলকাতায়। বেলেঘাটায় বুথের সামনে বাজার বন্ধ করাকে কেন্দ্র করে গন্ডগোল। পুলিস-জনতার বচসা, ধস্তাধস্তি।

     

  • মালদহের সুজাপুরে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে গন্ডগোলের অভিযোগ। 

  • বীরভূমের মুরারই কেন্দ্রের সাফুয়ায় বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে 'বাধা'। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

  • ভোট শুরুর আগেই উত্তপ্ত নানুর। তৃণমূল এজেন্টদের উপর 'হামলা', দলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 

  • মুর্শিদাবাদের  ডোমকলে তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ২। সংযুক্ত মোর্চার কর্মীদের ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link