West bengal Assembly Election Result Live 2021: মমতাকে অভিনন্দন জানিয়ে বাংলার মানুষকে আশ্বস্ত করলেন মোদী

Assembly Result 2021 Live Update: ইভিএমে কার ভাগ্যে কী আছে, তা ঠিক করে দিয়েছেন বাংলার জনতা-জনার্দন। এখন খালি গণনা শুরুর অপেক্ষা।      

Last Updated: Sunday, May 2, 2021 - 19:42
West bengal Assembly Election Result Live 2021: মমতাকে অভিনন্দন জানিয়ে বাংলার মানুষকে আশ্বস্ত করলেন মোদী
প্রতীকী ছবি

৮ দফায় ত্রিমুখী এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে? তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টা পরেই। গোটা বাংলা তো বটেই দেশের চোখও এখন দেড় মাসের 'খেলা'র ফলাফলের দিকে। বিজেপি বলেছিল, 'আসল পরিবর্তন'। 'বাংলা নিজের মেয়েকেই চায়' বলে মাঠে নেমেছিল তৃণমূল। আর এক দল বলেছে, 'বিকল্প আমরাই'। 

2 May 2021, 19:30 PM

নদীয়া 

১নং তেহট্ট বিধানসভায় ৬০০০ হাজার বেশি ভোট পেয়ে তাপস সাহা তৃণমূল প্রার্থী জয়ী

২নং করিমপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী সিংহ রায় ২৩১২১ ভোট পেয়ে জয়ী 

৩নং পলাসিপাড়া বিধানসভা,মানিক ভট্টাচার্য,তৃণমূল প্রার্থী ৫০৭২৮ভোটে জয়ী,

৪নং নবদ্বীপ বিধানসভা,তৃণমূল প্রার্থী  পুন্ডরীকাক্ষ সাহা ১৮০৩৫ ভোটে জয়ী,

৫নং নাকাসিপাড়া বিধানসভা,তৃণমূল প্রার্থী কল্লোল খাঁ ২১৪০৮ ভোটে জয়ী,

৬নং কালীগঞ্জ নাসিরুদ্দিন আহমেদ তৃণমূল প্রার্থী জয়ী ৪৭৮০০ ভোটে

৭নং কৃষ্ণনগর উত্তর বিজেপি প্রার্থী মুকুল রায় জয়ী, ৩৪১৩৪ ভোটে

৮নং কৃষ্ণগঞ্জ বিধানসভা, বিজেপি প্রার্থী আশীষ বিস্বাস জয়ী ২১২৭৭ ভোটে,

৯নং চাপড়া বিধানসভা রুকবাণু রহমান তৃণমূল প্রার্থী জয়ী,

১০ নং কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিস্বাস জয়ী, ৮৯৪৫ ভোটে

2 May 2021, 18:30 PM

নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে মানুষ। তবে ইলেকশন কমিশন থেকে এখনও নিশ্চিতভাবে কিছু জানান হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'নন্দীগ্রাম যা দেবে আমায় মাথা পেতে নেব'।  

2 May 2021, 17:30 PM

  • চোপড়া তৃণমুল কংগ্রেস জয়ী ৬৪৩৪০ ভোটে। 
  • হামিদুল রহমান
  • মহেশতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল দাস ৫৭৯৯০ ভোটে জয়ী। 
  • ৫৮৮১৬ হাজার ভোটে জয়ী হলেন  বিষ্ণুপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মণ্ডল ।
  • মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে ২২৮৩ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ।
  • নবগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাই চন্দ্র মণ্ডল। 
  • চৌরঙ্গি থেকে জয়ী নয়না ব্যানার্জি। 
  • হুগলির চন্ডীতলায় জয়ী তৃনমূল প্রার্থী স্বাতী খন্দকার। এই কেন্দ্রে পরাজিত যশ দাশগুপ্ত ও মহঃ সেলিম।
  • জোড়াসাঁকো থেকে জয়ী বিবেক গুপ্তা।  
  • গঙ্গারামপুরে জয়ী বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় ৪২০০ ভোটে জয়ী।
  • দমদম ১৭ রাউন্ড শেষে TMC প্রার্থী ব্রাত্য বসু ২২,৪৯১ ভোটে এগিয়ে।

2 May 2021, 17:30 PM

বারাকপুরে জিতলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী

 

2 May 2021, 17:00 PM

  • ১৪ রাউন্ডের শেষে রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে।
  • ভবানীপুরে জয়ী তৃণমূল প্রাথী শোভনদেব চ্যাটার্জী 
  • আরামবাগে পোস্টাল ব্যালট বাদে বিজেপির মধুসূদন ৭৬৩৭ ভোটে জয়ী।
  • বীরভূমের ময়ুরেস্বর তৃনমূল অভিজিৎ রায় ( জয়ী)  আনুমানিক ১৫ হাজার ভোটে। 
  • ৫৩৭৬ ভোটে জয়ী হলেন জলপাইগুড়ি‌ জেলার মাল বিধান কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুলু চিক বড়াইক।
  • বালি বিধানসভায় হেরে গেলেন বৈশালী ডালমিয়া, দিপ্সীতা ধর। ৫৭৪৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী রানা চ্যাটার্জী। 

2 May 2021, 16:45 PM

2 May 2021, 16:45 PM

2 May 2021, 16:45 PM

2 May 2021, 16:00 PM

আসানসোল দক্ষিণে জয়ী অগ্নিমিত্রা পাল। হেরে গেলেন  সায়নী ঘোষ। তবে অন্যদিকে সোনারপুর দক্ষিণে জিতে গেলেন তৃণমূল লাভলি মৈত্র

2 May 2021, 15:45 PM

কুলতুলি বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী গনেশ মন্ডল। 

2 May 2021, 15:45 PM

ইটাহারের তৃনমুল প্রার্থী মোশারফ হোসেন ৪৪ হাজার (প্রায়) ভোটে জয়ী

2 May 2021, 15:00 PM

১৫ রাউন্ড শেষ হতেই ৩৮০০-র ভোটে এগিয়ে গেলেন মমতা  বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে গেলেন শুভেন্দু। 

2 May 2021, 14:00 PM

৩২৩৩৯ ভোটে জয়ী শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারি

 

2 May 2021, 13:45 PM

১৩ রাউন্ড শেষে, ৩৮০০ ব্যবধানে এগিয়ে শুভেন্দু। অনেকটা ব্যবধান কমালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

2 May 2021, 13:30 PM

উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। প্রথম জয়ের খবর এল তৃণমূলের ঘরে। ১৩৯৯১ ভোটে জয়ী প্রার্থী।  

2 May 2021, 13:30 PM

  • তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় পঞ্চম রাউন্ড শেষে ১১১৪০ ভোটে এগিয়ে
  • কালনা বিধান সভায় জেতার দোরগোড়ায় তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগ শুরু হয়েছে বিজয় উল্লাস
  • বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে
  •  তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়- ৩৫৪৪১ ভোটে এগিয়ে। বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঝুলিতে ২৪৩০১। সংযুক্ত মোর্চার প্রার্থী নিহার ভক্তের ঝুলিতে- ১০৪২৬। 
  • ১১ রাউন্ডের শেষে শিলিগুড়ি বিধানসভার বিজেপির প্রার্থী শংকর ঘোষ ১৬৬১৯ ভোটে এগিয়ে।
  • ছয় রাউন্ডের শেষে রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জি ২৫ হাজার ভোটে এগিয়ে।
  • বোলপুর কেন্দ্রে তৃনমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহের জয় কার্যত নিশ্চিত,  এখন ১৬ হাজার ভোটে এগিয়ে তিনি।  আবির খেলে উল্লাস তৃণমূলের কর্মীদের৷ 
  • ডোমজুড়ে বিধানসভা কেন্দ্রে অষ্টম রাউন্ডে গননা ১৮০০০ বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের কল্যাণ ঘোষে এগিয়ে রয়েছেন।  

2 May 2021, 13:00 PM

  • কলকাতা বন্দরে অষ্টম রাউন্ডেও এগিয়ে তৃণমূল
  • নদীয়া ৮৪ নং নবদ্বীপ বিধানসভায় এগিয়ে তৃণমূল
  • নদীয়া চাপড়া বিধানসভা ১২ রাউন্ডের পর এগিয়ে তৃণমূল
  • নদীয়া ৭৮ নং তেহট্ট বিধানসভায় এগিয়ে তৃণমূল
  • নদীয়া ৭৭ নং করিমপুর বিধানসভায় এগিয়ে তৃণমূল
  • দমদম বিধানসভায় ৬ রাউন্ডের শেষে এগিয়ে ব্রাত্য বসু
  • বরাহনগরে এগিয়ে তৃণমূলের তাপস রায়। 
  • বারাকপুরে এগিয়ে তৃণমূলের রাজ চক্রবর্তী।
  • কুশমন্ডি বিধানসভায় প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী ।
  • ৭ রাউন্ড শেষে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্র ৮হাজার ৭৮ ভোটে এগিয়ে।
  • অষ্টম রাউন্ডের গণনা শেষে জয়নগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস  ২০ হাজার ১৮১ ভোটে এগিয়ে।
  • নয় রাউন্ড শেষে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক ২৯৮৩৮ ভোটে এগিয়ে
  • ১০ রাউন্ড শেষে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সং ১০ হাজার ৯৯৭ ভোটে এগিয়ে
  • আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ৬ রাউন্ড শেষে ৩৯১৭ ভোটে এগিয়ে। 
  • বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় ৭ রাউন্ড শেষে ৮১৪৪ ভোটে এগিয়ে।।
  • কুলটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় ১৬৩১ ভোটে এগিয়ে। 

2 May 2021, 12:30 PM

 ৮ম রাউন্ড শেষে  ৩৯৯ ভোট পেয়ে রায়গঞ্জে এগিয়ে  টিএমসির কানাইয়ালাল আগরওয়ালা 

কালিয়াগঞ্জ ১১ রাউন্ড শেষে  ১৭৭২৪ ভোট পেয়ে বিজেপি এগিয়ে  সৌমেন রায়

ইটাহার ১২ রাউন্ড  শেষে ১৪৪২ ভোটে বিজেপির অমিত কুমার কুন্ডু

করনদিঘিতে  ১০ রাউন্ড শেষে ১৪২৪৯ ভোটে এগিয়ে টিএমসির  গৌতম পাল 

হেমতাবাদে ৯২১৫ ভোটে এগিয়ে  টিএমসির সত্যজিৎ বর্মন

2 May 2021, 12:30 PM

 নন্দীগ্রামে শেষ হাসি কে হাসবে? বলা যায়, ভোটের ফলাফলের অর্ধেক নজর কাড়ছে নন্দীগ্রাম। প্রায় ১০,০০০ ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু। 

2 May 2021, 12:15 PM

বেহালা পূর্বে

রাউন্ড- ২ শেষে 

তৃণমূলের  রত্না চ্যাটার্জি ঝুলিতে ১৩৯৭৭
বিজেপি প্রার্থী পায়েল সরকারের ঝুলিতে — ১২৬৪০
সংযুক্ত মোর্চা- সমিতা হর চৌধুরির ঝুলিতে —— ২২৬৭

2 May 2021, 12:15 PM

বেহালা পূর্বে

রাউন্ড- ২ শেষে 

তৃণমূলের  রত্না চ্যাটার্জি ঝুলিতে ১৩৯৭৭
বিজেপি প্রার্থী পায়েল সরকারের ঝুলিতে — ১২৬৪০
সংযুক্ত মোর্চা- সমিতা হর চৌধুরির ঝুলিতে —— ২২৬৭

2 May 2021, 11:45 AM

৬ রাউন্ডের শেষে আবার ব্যবধান বাড়ালেন শুভেন্দু অধিকারি।  মমতার থেকে এগিয়ে ৭২৬২ ভোটে। 

2 May 2021, 11:30 AM

জলপাইগুড়ি  দ্বিতীয় রাউন্ড শেষে

Dhupguri-তে এগিয়ে বিজেপি
Maynaguri-তে এগিয়ে বিজেপি
Jalpaiguri-তে এগিয়ে বিজেপি
Rajganj-তে এগিয়ে বিজেপি
Fulbari-তে এগিয়ে বিজেপি

2 May 2021, 11:30 AM

নদীয়া পঞ্চম  রাউন্ড

কৃষ্ণনগর উত্তর বিধানসভা বিধানসভা
তৃণমূল কৌশনি ১৩৩৪৩
বিজেপি মুকুল রায় ২১৫৭৮
কংগ্রেস সিলভী সাহা ২৯৯১

 নদীয়া থেকে ৮২৫৫ ভোটে এগিয়ে বিজেপি 

2 May 2021, 11:30 AM

পঞ্চম রাউন্ড শেষে আরও ব্যবধান কমালেন মমতা। শুভেন্দু অধিকারি এগিয়ে রয়েছে ৩১১০ ভোটে। 

2 May 2021, 11:00 AM

 

  • দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী তৃতীয় রাউন্ডে ১১৩৬৪ ভোটে এগিয়ে।
  • পঞ্চম রাউন্ড শেষে দাসপুরে মমতা ভুনিয়া ৩০০০ ভোটে এগিয়ে। 
  • তৃতীয় রাউন্ডে শেষে চন্দননগর বিধানসভার তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন সাড়ে পাঁচ হাজার ভোটে এগিয়ে আছেন। 
  • উত্তরপাড়ায় ২ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক এগিয়ে। 
  • নদীয়া কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে ২৪০৬ ভোটে এগিয়ে তৃণমূল, এখানে বিজেপির ঘরে ২৫৫৭, সংযুক্ত মোর্চার ঘরে ৯৬৩। 
  • পন্ডেশ্বরে বিজেপির জিতেন্দ্র তিওয়ারি এগিয়ে ২৩১৬ ভোটে। 
  • খড়গপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দিনেন রায় ২৪৮৬ ভোটে এগিয়ে। 
  • পাঁশকুড়া পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী প্রথম রাউন্ডে  দেবব্রত পট্টনায়েক ৬৮৯ ভোটে এগিয়ে 

2 May 2021, 10:45 AM

চতুর্থ রাউন্ড শেষে নন্দীগ্রামে ব্যবধান কমালেন মমতা। ৪০০০ ভোটে এগিয়ে শুভেন্দু। তৃতীয় রাউন্ড শেষে সংখ্যাটি ছিল ৮০০০। 

 

2 May 2021, 10:45 AM

শিলিগুড়ি  তৃতীয় রাউন্ড শেষে

BJP  - ৬৫২৫ ( শংকর ঘোষ
CPIM - ১৭৪৭ (অশোক ভট্টাচার্য)
TMC - ৩৫২৫ (ওমপ্রকাশ মিশ্র)

2 May 2021, 10:45 AM

কলকাতা বন্দরে. 

তৃতীয় রাউন্ডেও তৃণমূল এগিয়ে.. 

(1) তৃণমূল = ৬৯০০
(2) কংগ্রেস = ২৬৩
(3) বিজেপি = ৪৬১

অর্থাৎ তিনটে রাউন্ড শেষে তৃণমূল ঘরে ... ২০৪৬১
কংগ্রেস পেয়েছে .... ৯৭৯
বিজেপি পেয়েছে....  ৮৫০

2 May 2021, 10:30 AM

  • চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থী অরুপ ধাড়া ৯১৯৫ ভোটে এগিয়ে
  • বজবজ বিধানসভা কেন্দ্রে ৪ রাউন্ড শেষে তৃণমূলের ঘরে ৩৫০১০, বিজেপির ঘরে ২৩১১১। 
  • শিবপুর তৃণমূল মনোজ তিওয়ারি ৪ রাউন্ড শেষে ৫৫৪০ ভোটে এগিয়ে। 

2 May 2021, 10:30 AM

ডোমজুড়ে তৃতীয় রাউন্ড শেষে পিছিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ৩৭১৮ ভোটে পিছিয়ে পড়েছেন  বিজেপির রাজীব। এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যান ঘোষ। 

2 May 2021, 10:15 AM

  • হাবরায় তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ২৫২৫ ভোটে এগিয়ে
  • অশোকনগর আইএসএল প্রার্থী তাপস ব্যানার্জি ৯৪ ভোটে এগিয়ে
  • বাগদা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ১৩২৪ ভোটে এগিয়ে
  • বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া ৫৯ ভোটে এগিয়ে
  • গাইঘাটা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর ১০২৩ ভোটে এগিয়ে

2 May 2021, 10:15 AM

 

  • উলুবেড়িয়া দক্ষিণ তৃনমুল প্রার্থী পুলকরায় ১৬৫০ ভোটে এগিয়ে
  • ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাফিকূল ইসলাম এগিয়ে ।
  • জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক এগিয়ে
  • দ্বিতীয় রাউন্ডে বিষ্ণুপুর বিধানসভা এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মণ্ডল
  • সিঙ্গুরে তৃণমূলের বেচারাম মান্না ৩৩০০ ভোটে এগিয়ে।
  • বীরভূম হাসন বিধানসভা এগিয়ে তৃণমূল প্রার্থী অশোক চ্যাটার্জী। 
  • চার রাউন্ড শেষে চুঁচুড়া তৃণমূল অসিত মজুমদার সাড়ে পাঁচ হাজার ভোটে এগিয়ে

2 May 2021, 10:00 AM

তৃতীয় রাউন্ড শেষে প্রায় ৮০০০ ভোটে পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম রাউন্ড থেকেই পিছিয়ে তিনি। প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারি।  

2 May 2021, 10:00 AM

  • প্রথম রাউন্ড শেষে ৮০৮৮ ভোটে  এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ মণ্ডল।
  • লাভপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিংহ ৭০০ ভোটে এগিয়ে।
  • নানুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা ৮০০ ভোটে এগিয়ে
  • দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস এগিয়ে ১৫৭০০ ভোটে। 
  • কালনা বিধানসভায় তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগ ৯১০ ভোটে এগিয়ে।  
  • পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ ১১৬৮ ভোটে এগিয়ে।  
  • মন্তেশ্বর বিধানসভায় বিজেপি প্রার্থী সৈকত পাঁজা ৭০৮ ভোটে এগিয়ে ।

2 May 2021, 10:00 AM

  • সাগরদিঘী বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা এগিয়ে
  • জলপাইগুড়ি জেলার  ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে কৌশিক রায়।
  • প্রথম রাউন্ড শেষে জগদ্দল বিধানসভা  বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য এগিয়ে
  • এন্টালিতে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। 
  •  প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস
  • জাঙ্গীপাড়ায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে
  •  তৃনমূল প্রার্থী স্নেহাশিষ চক্রবর্তী।
  • আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল প্রথম রাউন্ডে ৭০০ ভোটে এগিয়ে। 
  • রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আখিরুজ্জামান এগিয়ে।
  • সুতি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাস এগিয়ে।
  • ফারাক্কা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনিরুল ইসলাম এগিয়ে। 

2 May 2021, 09:45 AM

  • কুমারগঞ্জের তৃণমূল প্রার্থী এগিয়ে তোরাব হোসেন।
  • বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী এগিয়ে রয়েছে।
  • কুশমন্ডিতে বিজেপি প্রার্থী রণজিৎ রায় এগিয়ে।
  • হরিরামপুরে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় এগিয়ে।
  • তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু পোস্টাল ব্যালটে এগিয়ে। 

2 May 2021, 09:30 AM

এখনও পর্যন্ত যা খবর আসছে, তা প্রাথমিক প্রবণতা। সম্পূর্ণ রাউন্ড শেষ হলেই জয় পরাজয় নিশ্চিত হবে। 

2 May 2021, 09:30 AM

  • বিধাননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু। 
  • টালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।
  • ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
  • ডোমজুড়ে এগিয়ে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জি।
  • উ্ত্তর হাওড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী ।
  • বালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী রানা চ্যার্টাজি।
  • চুঁচুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।
  • উত্তর হাওড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী উমেশ রায়।
  • শিবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি।

2 May 2021, 09:30 AM

  • বিধাননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু। 
  • টালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।
  • ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
  • ডোমজুড়ে এগিয়ে বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জি।
  • উ্ত্তর হাওড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী ।
  • বালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী রানা চ্যার্টাজি।
  • চুঁচুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।
  • উত্তর হাওড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী উমেশ রায়।
  • শিবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি।

2 May 2021, 09:30 AM

প্রথম রাউন্ডের শেষে নন্দীগ্রামে ১৪০০ ভোটে পিছিয়ে Mamata banerjee

2 May 2021, 09:15 AM

  • রামপুরহাটে এগিয়ে বিজেপির শুভাসিষ রায়
  • আসানসোলে উত্তরে এগিয়ে তৃণমূলের মলয় ঘটক
  • আসানসোলে দক্ষিণে এগিয়ে তৃণমূলের সায়নী ঘোষ 
  • মধ্য হাওড়ায় এগিয়ে তৃণমূলের অরূপ রায়
  • বাঘমুণ্ডিতে এগিয়ে কংগ্রেসের নেপাল মাহাত

2 May 2021, 09:00 AM

  • বর্ধমান দক্ষিণে এগিয়ে তৃণমূলের খোকন দাস
  • কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূলের ফিরহাদ হাকিম
  • দমদমে এগিয়ে বিমলশঙ্কর নন্দ
  • বলরামপুরে এগিয়ে বিজেপির বানেশ্বর মাহাত
  • রায়গঞ্জে এগিয়ে বিজেপি কৃষ্ণ কল্যাণী 

2 May 2021, 08:45 AM

  • বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত চ্যাটার্জি
  • কাটোয়ায় এগিয়ে তৃণমূল রবীন্দ্রনাথ চ্যাটর্জি
  • করণদিঘিতে এগিয়ে তৃণমূল প্রার্থী গৌতম পাল
  • গোয়ালঘরে এগিয়ে তৃণমূলের গোলাম রব্বানি

2 May 2021, 08:45 AM

গণনার শুরুতে প্রাথমিকভাবে এগিয়ে কারা? তবে এটাই চূড়ান্ত নয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী--- 

  • লাভপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ।
  • দুরবাজপুরে এগিয়ে বিজেপি অনুপ সিংহ।
  • নলহাটিতে তৃণমূল প্রার্থী  রাজেন্দ্র প্রসাদ সিং।
  • ময়ূরশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী শ্যামাপদ মন্ডল।
  • বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ।
  • সোনারপুর উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম।
  • মঙ্গলকোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অপূর্ব চোধুরি। 

2 May 2021, 08:00 AM

ইভিএম-র তালা খোলার সময় হয়েছে। শুরু হল ভোটগণনা।

2 May 2021, 07:00 AM

কোভিড বিধির কোনও বালাই নেই লাইনে। মুখে মাস্ক থাকলেও সামাজিক দুরত্বের বালাই নেই।

2 May 2021, 07:00 AM

মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহা বিদ্যালয়ে আর কিছুক্ষন পর শুরু হবে মালবাজার এবং নাগ্রাকাটা বিধান সভার ভোট গণনা। 

সকাল থেকে রাজনৈতিক এজেন্ট এবং পার্থীরা এসে উপস্থিত হয়েছেন এই কলেজে। গননা কেন্দ্রে কোন প্রকার জমায়েত না করার জন্য মাইকিং শুরু হয়েছে।  মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। করোনা সংক্রণের আশঙ্কা করছেন উপস্থিত অনেকেই। 

2 May 2021, 07:00 AM

জলপাইগুড়ি  ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে পাঁচটি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা ও বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা উপস্থিত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁদের গণনাকেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। জলপাইগুড়ি সাতটি বিধানসভা কেন্দ্রের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে । ডাব গ্রাম ফুলবাড়ী, রাজগঞ্জ , জলপাইগুড়ি, ময়নাগুড়ি,  এবং ধুপগুড়ি এই পাঁচটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে এই সেন্টার থেকে।