Locket Chatterjee: জিতলেই দিদি নম্বর ওয়ানে সুযোগ! দাবি রচনার, 'রাজনৈতিক অনভিজ্ঞ' বলে কটাক্ষ লকেটের...

Rachna Vs Locket: রবিবার রাতে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর হাটতলায় বসন্ত উৎসব এ হাজির হয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে মঞ্চ থেকে হুগলীর তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদি বিজয়ী হই,তাহলে জি বাংলাকে বলবো হুগলি জেলার দিদিদেরকে আগে ডাকো।' সোমবার রচনার এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন লকেট চট্টোপাধ্যায়। 

Updated By: Mar 25, 2024, 02:03 PM IST
Locket Chatterjee: জিতলেই দিদি নম্বর ওয়ানে সুযোগ! দাবি রচনার, 'রাজনৈতিক অনভিজ্ঞ' বলে কটাক্ষ লকেটের...

বিধান সরকার: সোমবার বসন্ত উৎসবে যোগ দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়(Rachna Banerjee)। তাঁর বক্তব্য প্রসঙ্গে বললেন, 'রাজনৈতিক অনভিজ্ঞ'।

আরও পড়ুন- Dev Vs Hiran: ভেঙে পড়ছে স্কুল, কথা রাখেননি দেব! জিতলে ৩ মাসেই প্রতিশ্রুতি পূরণের দাবি হিরণের...

রবিবার রাতে সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বেগমপুর হাটতলায় বসন্ত উৎসব এ হাজির হয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে মঞ্চ থেকে হুগলীর তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদি বিজয়ী হই,তাহলে জি বাংলাকে বলবো হুগলি জেলার দিদিদেরকে আগে ডাকো।সবাইকে বলবো আমাকে যদি দিদি নাম্বার ওয়ান করতে চাও , হুগলী জেলার মানুষ যারা আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলী জেলার দিদিদের আগে দিদি নাম্বার ওয়ানে ডাকো, তারপরে অন্যসব দিদিরা আসবে'।

তার পাল্টা আজ ভদ্রেশ্বরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন,'মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না মানুষ কাজ চায় সুরক্ষা চায। মানুষ কৃষি চায় শিল্প চায়।টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে কি হবে?ওটাতো একটা অভিনয়ের পার্ট।কিন্তু আজকের দিনে মানুষ দুর্নীতি চায়না। মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায়না মানুষ লুটে রাতে সরকার চায় না।আমার লজ্জা লাগে এখানে কেন এই ধরনের প্রার্থী দিল যার কোন রাজনৈতিক অভিজ্ঞতাই নেই।খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের জন্য।হুগলির মানুষ এত বোকা নয়।যথেষ্ট শিক্ষিত তারা।হুগলির মানুষ জানে কোনটা রাজনীতি কোনটা অভিনয়'।

আরও পড়ুন- Chandra Grahan 2024 on Holi: দোল পূর্ণিমার দিনেই বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ! ভাগ্য খুলবে তিন রাশির...

দোলের দিন ভদ্রেশ্বরে শীতলা মন্দিরে পুজো দেন লকেট চট্টোপাধ্যায়।তারপর বসন্ত উৎসবে যোগ দেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.