WB Loksabha Election 2024: গতবারলকেট চট্টোপাধ্যায় প্রায় ৮০ হাজার ভোটে জিতেছিলেন। এবার রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় কি লড়াই কঠিন?
বিধান সরকার: 'রচনাদি নম্বর ওয়ান হবে।' দেওয়াল লিখন শুরু করে দাবি তৃণমূল মহিলা ব্রিগেডের। ওদিকে চুঁচুড়ায় দলীয় কর্মসূচিতে এসে লকেটের দাবি, 'আসল দিদি নম্বর ওয়ান সন্দেশখালির মহিলারা।' যদিও তাঁকে আবার পাত্তা দিতে নারাজ তৃণমূল। তৃণমূলে কটাক্ষ, 'অদৃশ্য এমপি। তাঁকে কোনও সময় পাওয়া যেত না। হুগলি লোকসভার মানুষ একজন সক্রিয় এমপি চায়। যিনি কাজ করবেন। মানুষকে নিয়ে এগিয়ে যাবেন। অদৃশ্য এমপি অশান্তি লাগানোর জন্য আছেন।'
রবিবারের 'জন গর্জন' ব্রিগেড থেকে ৪২ লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন রচনা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পরই হুগলিতে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। আজ চুঁচুড়ার মতিবাগান এলাকায় তৃণমূল কর্মীরা রচনা বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে দেওয়াল লিখতে শুরু করেন। হুগলি চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেওয়াল লিখনে হাত লাগান মহিলা কর্মীরাও। কর্মীদের দাবি, রচনা জিতবেন-ই। কোনও সন্দেহ নেই। টেলিভিশন শোয়ের দৌলতে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা। মহিলা মহলে জনপ্রিয় মুখ তিনি। তাই তাঁকে আলাদা করে পরিচয় করানোর কোনও দরকার নেই। এমনই বলছেন তৃণমূল কর্মীরা।
গতবার হুগলি লোকসভা আসনে বিজেপির লকেট চট্টোপাধ্যায় প্রায় ৮০ হাজার ভোটে জিতেছিলেন। এবার রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় কি লড়াই কঠিন হয়ে গেল? লকেট বলেন, 'এখানে মোদী ভার্সেস মমতার লড়াই। দিদি নম্বর ওয়ান নিয়ে লড়াই নয়। তৃণমূল যে দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে ভোট দেবে মানুষ। এই লড়াই আমার বা রচনার লড়াই না। একসঙ্গে সিনেমা করেছি। এবার রাজনীতির ময়দানে। আমি মোদিজির সৈনিক হিসাবে আছি। দুর্নীতি যেভাবে হয়েছে, যেভাবে সন্দেশখালির মত ঘটনা হয়েছে, তাতে কোনও অভিনেত্রীকে এনে ধামাচাপা দেওয়া যাবে না। আসল দিদি নম্বর ওয়ান হচ্ছে সন্দেশখালির মহিলারা। যারা রিয়েল লড়াই করেছেন, কোনও টিভি ক্যামেরা ছাড়া। দিনের পর দিন না খেয়ে লড়াই করে গিয়েছেন। সেখানে কোনও অভিনয় ছিল না। সেটাই হচ্ছে আসল দিদি নাম্বার ওয়ান।'
রচনা বন্দ্যোপাধ্য়ায় রাজনীতিতে নতুন হলেও, লকেট চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির ময়দানে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে তাই গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'রাজনীতি আর সিনেমা দুটো আলাদা বিষয়। এখানে কোনও দিদি নাম্বার ওয়ানের লড়াই নয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই।'
আরও পড়ুন, Uttam Barik TMC Candidate: কাঁথিতে প্রার্থী উত্তম বারিক, এলাকায় ফিরতেই উৎসবের মেজাজে কর্মী সমর্থকরা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
AUS
(20 ov) 186/6
|
VS |
IND
188/5(18.3 ov)
|
| India beat Australia by 5 wickets | ||
| Full Scorecard → | ||
|
NEP
(49.5 ov) 271
|
VS |
USA
273/6(49 ov)
|
| USA beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
IND
(18.4 ov) 125
|
VS |
AUS
126/6(13.2 ov)
|
| Australia beat India by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.