সুতপা সেন: ভূপতিনগরে আক্রান্ত NIA। এজেন্সিকেই আক্রমণ মুখ্যমন্ত্রীর। মধ্যরাতে কেন অভিযান? কী অধিকার আছে NIA-র? মহিলারা হামলা চালায়নি। হামলা চালিয়েছে NIA। তোপ মমতার। এদিন রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর যাওয়ার পথে এবং পরবর্তীতে বালুরঘাট সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন এনআইএ-কে। তিনি বলেন, মাঝরাতে কেন গিয়েছিল এনআইএ? স্থানীয় পুলিসকে জানিয়ে তো যায়নি। মাঝরাতে গ্রামের মানুষ এত অচেনা লোক দেখলে যা হওয়ার তাই হয়েছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bhupatinagar NIA Attacked: সন্দেশখালির পর ভূপতিনগর! বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি


নির্বাচনের আগে গ্রেফতারি প্রসঙ্গেও সরব তৃণমূল সুপ্রিমো। ভূপতিনগরের ঘটনায় তিনি আরও বলেন, 'নিয়ম হচ্ছে পুলিসকে আগে জানিয়ে যাওয়া। বিজেপি কী মনে করে? প্রত্যেক বুথ এজেন্টকে গ্রেফতার করবে? আর নির্বাচনের আগে গ্রেফতার করবেই বা কেন? আর কী অধিকার আছে এনআইএ-র? শুধুমাত্র বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য এটা করছে। বিজেপির এই নোংরামি সারা পৃথিবীতে আওয়াজ তুলব।'


সন্দেশখালি, বনগাঁর পর এবার পূব মেদিনীপুরের ভূপতিনগর। ইডির পর এবার এনআইএ-র উপর হামলা। বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। গাড়ি ভাঙচুর। দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও খবর। এর আগে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তৃণমূল নেতার অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডি। কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সেই ঘটনার পর তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। তার রেশ কাটার আগেই ভোটমুখী বাংলায় এ বার আক্রান্ত হল এনআইএ।



আরও পড়ুন, Watganj Murder Case: 'মেরে ভাই নে, মেরে বিবি কো মার দিয়া..', কাঁদতে কাঁদতে বলে চলেছেন দুর্গার স্বামী


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)