মোদী ফের 'বাজপেয়ীর ভুল'টা করলে তৈরি থাকার বার্তা তৃণমূলের
২০০৪ সালের লোকসভা ভোটে এই ভুলটাই করেছিলেন বাজপেয়ী। এবার মোদীও সেই একই ভুল করতে পারে বলে ধরে নিয়ে এগোতে চাইছে মমতার দল।
![মোদী ফের 'বাজপেয়ীর ভুল'টা করলে তৈরি থাকার বার্তা তৃণমূলের মোদী ফের 'বাজপেয়ীর ভুল'টা করলে তৈরি থাকার বার্তা তৃণমূলের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/12/124165-mamta.jpg)
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোট এগোচ্ছে। এমনটা ধরেই নিয়েই কোমড় বেঁধে ময়দানে নেমে পড়ছে তৃণমূল। ডিসেম্বর বা তারপর যে কোনও সময় নির্বাচনের চ্যালেঞ্জ নিতে তৈরি ঘাসফুল শিবির।
ইন্ডিয়া সাইনিংয়ে ভরসা রেখে ২০০৪ সালে লোকসভা ভোট এগিয়ে আনেন আত্মবিশ্বাসী বাজপেয়ী সরকার। কিন্তু, সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। ক্ষমতা খোয়াতে হয় বিজেপিকে। দেশের শাসন ক্ষমতা পুনরুদ্ধার করে কংগ্রেসের নেতৃত্বাধীন প্রথম ইউপিএ জোট। ১৫ বছর পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার হয়ত সেই একই জুয়া খেলতে পারেন নরেন্দ্র মোদীও। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া ঝড়ে পরিণত হওয়ার আগেই, মানে মানে ভোটটা সেরে নিতে চাইতে পারেন নমো। এমনই খবর রয়েছে তৃণমূল শিবিরে। আর সেজন্যই প্রস্তুত হচ্ছে তারা। আরও পড়ুন- এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে এই ২২ আসন জিতবে বিজেপি
লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কী কী পদক্ষেপ নিচ্ছে?
- ইতিমধ্যে মন্ত্রিসভায় প্রয়োজনীয় রদবদল সেরে ফেলেছে তৃণমূল।
- দলের জেলা ও সাংগঠনিক স্তরে প্রয়োজনীয় রদবদলও চলছে।
- ভোটার লিস্ট তৈরির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নজর রাখতে বলা হয়েছে কর্মীদের।
- ভোট ডিসেম্বরে ধরে নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক স্তরে কর্মীদের।
- বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরুর নির্দেশ পৌঁছে গিয়েছে কর্মীদের কাছে।
- প্রতি বিধায়ককে তাঁর নিজের কেন্দ্রে জয়ের ব্যবধান দ্বিগুণ করতে বলা হয়েছে।
- সাংসদদের ৫ বছরের কাজের হ্যান্ডবুক তৈরি করে তা ভোটারদের মধ্যে বিলি করার নির্দেশ গিয়েছে তপসিয়া থেকে।
- বিজেপি কোথায় বাড়ছে, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।
আপাতত এইসব নির্দেশ দেওয়া হলেও ২১ জুন তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক। সেদিনই স্থির হবে দলের রাজনৈতিক লাইন।