আতঙ্ক তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী: পার্থ

কয়েক দিন আগেই বীরভূমে ঝাড়খণ্ড সীমানায় রুটমার্চ শুরু করেছে তারা। রবিবার থেকে তা শুরু হয়েছে কলকাতায়

Updated By: Mar 18, 2019, 07:54 AM IST
আতঙ্ক তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী: পার্থ

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কয়েক দিন আগেই বীরভূমে ঝাড়খণ্ড সীমানায় রুটমার্চ শুরু করেছে তারা। রবিবার থেকে তা শুরু হয়েছে কলকাতায়। এনিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-ভারতের বিমানহানায় পশু - পাখি আর গাছ মরেছে, বায়ুসেনার সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন সূর্য

নজরুল মঞ্চে দলের কর্মীসভায় পার্থর অভিযোগ, আতঙ্ক তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী। এটা করার অধিকার কি এদের আছে! এদিন বন্দর ও শহরের বিভিন্ন এলাকায় টহল দিয়েছে আধাসেনা। মূল লক্ষ্য ভোটারদের সাহস দেওয়া।

একই অভিযোগ করেছেন শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। রবিবার তিনি বলেন, বাড়িবাডি গিয়ে হুমকি দিচ্ছে আধাসেনা। যা হচ্ছে তা অসাংবিধানিক। বলা হচ্ছে দাদাগিরি চলবে না। এই ধরনের কথা কেউ বলতে পারে না। সিআইএসএফ ও সিআরপিএফ যে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।  

রবিবার রিজেন্টপার্ক এলাকা থেকে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। এরপর বাশদ্রোনী হয়ে পাটুলি, নেতাজি নগরের বিভিন্ন এলাকায় টহল দেয়। এদিন ওয়েস্টপোর্ট থানা এলাকাতেও বাহিনীর টহল চলে। তাঁরা বিভিন্ন গলিতে ঢুকছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ওয়াটগঞ্জ থানা ও নিউ আলিপুরেও টহল দেয় কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-সাদামাঠা জীবন যাপনে গোটা দেশে নজির ছিলেন পর্রীকর, স্কুটারে করে যেতেন বিধানসভা

বিভিন্ন জেলাতেও এরিয়া ডমিনেশের কাজ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর, এগরা, কান্দি, কাঁকসা, এগরা, রামনগর, ভাটপাড়া ও ডায়মন্ডহারবারেও হয় কেন্দ্রীয় বাহিনীর টহল। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে ১০ কোম্পানি আধাসেনা। আসছে আরও বাহিনী।  

.