close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

নদিয়ার নোডাল অফিসার অন্তর্ধান রহস্যে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের

নদিয়ায় নোডাল অফিসার নিখোঁজের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল কমিশন। কমিশন সূত্রে খবর, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Updated: Apr 19, 2019, 11:16 AM IST
নদিয়ার নোডাল অফিসার অন্তর্ধান রহস্যে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের

নিজস্ব প্রতিবেদন: নদিয়ায় নোডাল অফিসার নিখোঁজের ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল কমিশন। কমিশন সূত্রে খবর, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনও খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।নির্বাচনে ডিউটি পড়ায় রোজকারের মতো বৃহস্পতিবার সকালেও বীপ্রদাস পালচৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে যান অর্ণব রায়। এদিন দুপুরে খাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন সেটিও রয়েছে। গাড়ির চালকের কাছে অর্ণবের কোনও খবর নেই।

নতুন করে উত্তেজনা চোপড়ায়, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র
অর্ণব রায়ের সহকর্মীদের বক্তব্য, বহু জায়গায় খুঁজেও অর্ণব রায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহার করা দুটি মোবাইলও সুইচড অফ দেখাচ্ছে।
উল্লেখ্য, নদিয়ার সব বুথের ইভিএম ও ভিভিপ্যাটের দায়িত্বে ছিলেন অর্ণব। আগামী ২৯ এপ্রিল সেখানে ভোট। ফলে এনিয়ে সমস্যায় পড়েছে জেলা প্রশাসন।