নিজস্ব প্রতিবেদন : রাজ্য পুলিসের মদতে তাণ্ডব চালাচ্ছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। এই অভিযোগে কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী যত বাড়ছে, তত বাড়ছে তৃণমূলের তাণ্ডব। আর তাদের সমর্থন করছে রাজ্য পুলিশ। জয়প্রকাশ মজুমদার দাবি করেন, তৃণমূল ছাপ্পা ভোট করাচ্ছিল। লকেট চট্টোপাধ্যায় আটকাতে যান। তাঁকে মারা হয়েছে। ব্যারাকপুরে অর্জুন সিং আক্রান্ত হন।


আরও পড়ুন, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে 'মার' আধাসেনার, তুমুল উত্তেজনা


এদিব বনগাঁর হিংলিতে বোমাবাজির ঘটনা ঘটে। জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, শান্তনু ঠাকুরকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। শান্তনু টার্গেট ছিল। হিংলিতে বোমাবাজি করে শান্তনুকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি করেছেন জয়প্রকাশ মজুমদার।