ইভিএমে গড়বড়ের লক্ষ্যেই বুথফেরত সমীক্ষা আসলে মোদীর গেমপ্ল্যান: মমতা
যারা এক্সিট পোল দেখাচ্ছে সম্বত্সর নরেন্দ্র মোদীর দালালি ছাড়া কিছুই করেনি, অভিযোগ মমতার।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় প্রায় প্রতিটি সমীক্ষাতেই গেরুয়া হাওয়ার ইঙ্গিত মিলেছে। এমনকি দেশেও মোদীর প্রত্যাবর্তনের আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষা। তবে গোটাটাই ষড়যন্ত্র বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাখ্যা, গুজব রটিয়ে ইভিএমে গড়বড় করতে চাইছে বিজেপি।
এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''এক্সিট পোল একটা গুজব। বিশ্বাস করি না। কয়েক হাজার ইভিএম সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। বিরোধীদের একজোট হওয়ার আবেদন করছি। একসঙ্গে যুদ্ধ জয় করব''।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''গোটটাই গুজব। এরা কেউ ভগবানের দূত নয়, বলে দিল কে কাকে ভোট দিয়েছে? ২০১৬ সালে এরা আমাদের হারিয়ে দিয়েছিল। এটা একটা চক্রান্ত''। বাংলায় শেষলগ্নে প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বাংলাই এবার তাঁকে তিনশো পার করিয়ে দেবে। সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে মমতা বলেন, ''তিনশোর বেশি আসন পেয়ে গিয়েছি বলে দাবি করেছেন মোদী। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠার জন্য সমীক্ষার এমন আভাস। ওরা ইভিএম বদলাতে পারে। এর পাশাপাশি বিরোধীরা তত্পরতা শুরু করেছে। দেখা করছেন। যোগাযোগ রাখছেন। অভিন্ন কর্মসূচি নিয়েও শুরু হবে। এটার মাধ্যমে রটিয়ে দিল, বিজেপি আসছে জোট করে লাভ নেই। বিরোধীদের দুর্বল করে দেওয়ার ছক''।
মমতার অভিযোগ, শেয়ার বাজারে টাকা লাগানো হয়েছে। আজকের সমীক্ষার পর আগামিকাল বাড়বে শেয়ার বাজার। যারা এক্সিট পোল দেখাচ্ছে সম্বত্সর নরেন্দ্র মোদীর দালালি ছাড়া কিছুই করেনি। আমি একটাও এক্সিট পোল বিশ্বাস করি না। ইতিমধ্যে ৪-৫জন বিরোধী নেতার সঙ্গে কথা হয়েছে।এটা নরেন্দ্র মোদীর গেমপ্ল্যান। বিরোধীদের দুর্বল করে দিয়ে ইভিএম মেশিন ম্যানিপুলেট করব।
মমতার সুরেই দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন টুইটারে লেখেন, দিল্লির মিডিয়া, যারা নিজেদের জাতীয় সংবাদমাধ্যম বলে দাবি করে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে? তথাকথিত বুথফেরত সমীক্ষা বিভ্রান্তি ছড়াচ্ছে। জনতার রায়ের অপেক্ষা করব। সপ্তম দফার আগে ৩০০+ সংখ্যা দিয়েছিলেন মোদীজি। এটা কি তাঁর সঙ্গে সায় মেলাতে? ইভিএমের গড়বড় করতে?
সংখ্যাগরিষ্ঠ সমীক্ষকদেরই ইঙ্গিত, বাংলায় প্রথমবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। দুই অঙ্কের আসন পার করছে বিজেপি।
আরও পড়ুন- বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি, বলছে জন কি বাতের বুথফেরত সমীক্ষা
আরও পড়ুন- বাম-কংগ্রেসের ভোট কেড়ে বাংলায় বৃহত্তম দল হচ্ছে বিজেপি, ইঙ্গিত আরও একটি সমীক্ষার