বাম-কংগ্রেসের ভোট কেড়ে বাংলায় বৃহত্তম দল হচ্ছে বিজেপি, ইঙ্গিত আরও একটি সমীক্ষার

May 19, 2019, 20:48 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিল আরও একটা সমীক্ষা। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষার আভাস, তৃণমূলকে সমানে সমানে টক্কর দিতে চলেছে গেরুয়া শিবির। এমনকি রাজ্যে বৃহত্তম দল হতে চলেছে বিজেপি।  

2/6

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার আভাস, তৃণমূল পেতে পারে ১৯-২২টি আসন।  

3/6

রাজ্যে ২৩টি আসন জেতার টার্গেট করেছেন অমিত শাহ। বুথফেরত সমীক্ষার আভাস, ১৯-২৩টি আসন পেতে পারে বিজেপি। 

4/6

বাংলায় ৩৪ বছর শাসন করলেও এবার শূন্যে নেমে যেতে চলেছে বামেরা। কংগ্রেসের ভাঁড়ারে যেতে চলেছে ১টি আসন। 

5/6

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, ভোটের হারে তৃণমূলকে ধরে ফেলেছে বিজেপি। গতবারের চেয়ে ২৪ শতাংশ ভোট বাড়িয়ে গেরুয়া শিবির পেতে চলেছে ৪১ শতাংশ ভোট। অর্থাত্ বামেদের ভোটের বেশিরভাগই যেতে চলেছে রামে।   

6/6

তৃণমূলের ভোট অবশ্য কমেনি। গতবারের চেয়ে ১ শতাংশ বেড়ে হতে চলেছে ৪১ শতাংশ ভোট।