নিজস্ব প্রতিবেদন: সোনার বাংলা কাঙাল বাংলা হয়ে গিয়েছে বলে বারাসতের সভায় কটাক্ষ করলেন অমিত শাহ। বজবজের সভা থেকে তার জবাব দিলেন মমতা। বললেন, এত বড় সাহস বাংলাকে কাঙাল বলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারাসতের সভায় অমিত শাহ এদিন বলেন, ''সোনার বাংলাকে কাঙাল বাংলায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নরেন্দ্র মোদী জনপ্রিয় হয়ে উঠবেন বলেই মমতা দিদি কেন্দ্রীয় প্রকল্প চালু করছেন না বাংলায়''। একইসঙ্গে বাংলায় সিন্ডিকেট রাজ চলছে বলেও অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন,''বাংলায় আগে রবীন্দ্র সংগীত শোনা যেত। সেই বাংলায় এখন কলকারখানা নেই। শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে। আগে লাগত সিন্ডিকেট ট্যাক্স। এখন ভাতিজাকে ট্যাক্স দিতে হয়''।    



বজবজের সভায় তার পাল্টা দেন মমতা। বলেন,''একটা নেতা এসে বলে গিয়েছে, মমতা বাংলাকে কাঙাল বানিয়ে দিয়েছে। কাঙালের মানে জানে? বাঙালিকে কাঙালিকে বলছে একটাও ভোট দেবেন না। এত বড় সাহস!'' অমিতকে কটাক্ষ করে মমতার মন্তব্য, মাথামোটা লোক। নরেন্দ্র মোদীর রাইট হ্যান্ড অর্ধশিক্ষিত। মাথায় কিচ্ছু নেই। শুধু দাঙ্গা লাগাও। টাকাও ঢেলে দাঙ্গা লাগিয়ে এসো। হিন্দু-মুসলমান করো। 



আরও পড়ুন- অভিষেককে ডায়মন্ড হারবারের প্রার্থী করতে চাননি মমতা, কী প্রস্তাব দিয়েছিলেন?


অমিতের 'ভাতিজা ট্যাক্স' কটাক্ষেরও জবাব দিয়েছেন মমতা। তাঁর কথায়,''একটা লোকের দ্বারা দল চলে না। সংসারে মাকে সব দেখে রাখতে হয়। পরিবারের স্বামী থাকলেও স্ত্রীও থাকবেন। সবাইকে নিয়ে চলতে হয়।আমাদের পরিবারের সবাইকে চেনেন না। ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন। তখন আমি কংগ্রেস করতাম। ছাত্র রাজনীতিতে ছিলাম। ১৯৮০ সালে মিছিল হত। সিপিএম বলতো, পাড়া থেকে বেরোচ্ছে, কিন্তু ঢুকতে দেওয়া হবে না। ভাই-বোনেরা মিছিল করতাম। মা আঁঠা করে দিত পোস্টার মারব বলে। একমাত্র একটা ছেলে অভিষেক রাজনীতিতে এসেছে। তাতে এত গাত্র জ্বালা বিজেপির! এত হিংসুটে। ভাতিজা, ভাতিজা বলে গেল। আজকেও এখানে এসে বলে গেল। সারাক্ষণ পিছনে লাগে''। 


আরও পড়ুন- আর্থিক সংস্কারে সেরা বাজি মোদীই, প্রশংসা টাইমের 'বিভাজনের নাটেরগুরু' সংখ্যায়