উত্তরবঙ্গে প্রচার যুদ্ধ,আজ কোচবিহারে মোদী
৩ এপ্রিলই পশ্চিমবঙ্গে জোড়া সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। প্রথমদফা নির্বাচন শুরুর আগে, শেষমুহূর্তে প্রচারে ঝড় তুলতে আজ দুপুরে ফের কোচবিহারের রাশমেলা ময়দানে প্রচার সভা করতে আসছেন তিনি।
![উত্তরবঙ্গে প্রচার যুদ্ধ,আজ কোচবিহারে মোদী উত্তরবঙ্গে প্রচার যুদ্ধ,আজ কোচবিহারে মোদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/07/185355-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ২০১৯-র লোকসভা ভোটে এবার পাখির চোখ বাংলা। শুরু থেকেই এখানে প্রচারে জোড় দিয়েছেন নেতা মন্ত্রীরা। ৩ এপ্রিলই পশ্চিমবঙ্গে জোড়া সভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী। প্রথমদফা নির্বাচন শুরুর আগে, শেষমুহূর্তে প্রচারে ঝড় তুলতে আজ দুপুরে ফের কোচবিহারের রাশমেলা ময়দানে প্রচার সভা করতে আসছেন তিনি।
আরও পড়ুন: বাংলাই এবার ভারতে সরকার গড়বে, জি ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ সাক্ষাত্কারে প্রত্যয়ী মমতা
একটা বড়ো অংশ বলছেন, মোদীর লড়াই মূলত তৃণমূলের সঙ্গেই। শুরু থেকেই কড়া সুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণের সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়। আজ ফের বিরোধীদের উদ্দেশে কী বার্তা দেন তিনি কার্যত সেদিকেই তাকিয়ে রয়েছে গেরুয়া বাহিনী। এর আগে ঘরের মাটিতে এসেও মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। ঐ একই দিনে শিলিগুড়ির সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে বিঁধেছেন প্রধানমন্ত্রী মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার উন্নয়নের স্পিড ব্রেকার’বলে এদিন কটাক্ষ করেন নমো।
উল্লেখ্য, সভায় বিশৃঙ্খলা এড়াতে মোদীর সভায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রিগেডেকে যেমন নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছিল তেমনই শিলিগুড়িতেও নিরাপত্তা নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
এবার মোট ৪০০ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বাকী আসনে লড়াই করবে এনডিএ শরিকরা। এদিকে ভোটে শেষ মূহুর্তেও বেশ কয়েকটি কেন্দ্রে এখনও প্রার্থী দেয়নি পদ্ম শিবির। এই নিয়েও চলছে যথেষ্ট জল্পনা। প্রসঙ্গত, গতকালই উত্তরবঙ্গে কোচবিহারে ওই একই স্থানে সভা করবে তৃণমূল নেতৃত্ব।