বিষ রাখব না, সরিয়ে দেওয়ার খেলা আমি জানি! বিস্ফোরক মদন মিত্র
`যাঁরা মনে করছেন, তৃণমূলের বাজার খারাপ হয়ে গিয়েছে, অনেক পার্টি আছে, অন্য পার্টি করুন। তৃণমূল করার দরকার নেই। অনেকেই একটা ইলেকশন জিতে ভাবছেন, শেষ কথা বলবেন। শেষ কথা দল বলবে।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলের কাউন্সিলরদের রীতিমত হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র। এদিন কামারহাটি নজরুল মঞ্চে পচিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদের ডাকে শহিদ মিনার চলো প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভায় কয়েকজন কাউন্সিলরের অনুপস্থিত থাকা নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন মদন মিত্র।
কামারহাটির বিধায়ক বলেন, 'যাঁরা কাউন্সিলর হচ্ছেন, তাঁরা নিজেদের হরিদাস পাল ভাবছেন। পাশ থেকে যদি তৃণমূলের সিম্বল সরিয়ে নেওয়া হয়, পাড়ার চায়ের দোকানও ধার দেবে না। আমি মদন মিত্র। আমার নামে দলের নেতৃত্বের কাছে অভিযোগ করুন। আমি বলছি যাঁরা মনে করছেন, তৃণমূলের বাজার খারাপ হয়ে গিয়েছে, অনেক পার্টি আছে, অন্য পার্টি করুন। তৃণমূল করার দরকার নেই। অনেকেই একটা ইলেকশন জিতে ভাবছেন, শেষ কথা বলবেন। শেষ কথা দল বলবে।'
আরও বলেন, 'যে যে কাউন্সিলর কাজ করছেন না, আমি চেয়ারম্যানকে বলব রিপোর্ট দিন। জেলা সভাপতির কাছে আবেদন করব, যাঁরা যোগ্য তাঁদের হাতে দলের দায়িত্ব তুলে দিন। প্রয়োজনে আমি দায়িত্ব ছেড়ে দেব, কিন্তু যাঁরা দায়িত্বজ্ঞানহীন পরিচয় দিচ্ছেন, তাঁদেরকে কীভাবে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হয়, সেই খেলা কিন্তু আমি জানি। বিষ রাখব না। দলের থেকে বিষ বার করে দেব।'
আরও পড়ুন, তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি-মারধর, মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি তৃণমূল নেতার!