Malda Murder: মালদায় 'মনুয়া' কাণ্ড! স্বামীর মুণ্ডচ্ছেদের পর বস্তাবন্দি দেহ সেফটি ট্যাঙ্কে
কাজ আছে বলে ১০ জানুয়ারি রাতের বেলা সাদিকুল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নূর আলম। তারপরের ঘটনা ভয়ঙ্কর!
নিজস্ব প্রতিবেদন : মালদায় (Malda) মনুয়া কাণ্ড। নৃশংসভাবে স্বামীকে খুনের (Murder) অভিযোগ উঠল স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে মুণ্ডচ্ছেদ করে খুনের পর দড়ি দিয়ে হাত-পা বেঁধে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় দেহ! অবশেষে ১০ দিন পর পরিত্যঙ্ক সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল নিহত স্বামী সাদিকুল খানের বস্তাবন্দি দেহ। ইতিমধ্যেই এই ঘটনায় স্ত্রী শরিফা বিবি, প্রেমিক নূর আলম ও বন্ধু চাঁদ শেখকে গ্রেফতার করেছে পুলিস।
পুলিস তদন্তে নেমে জানতে পারে যে, কাজ আছে বলে ১০ জানুয়ারি রাতের বেলা সাদিকুল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নূর আলম। এরপর থেকেই নিখোঁজ (Missing) ছিল সাদিকুল। শেষে নিহতের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে মোসনপুর বাসস্ট্যান্ড বাজারে সাদিকুলের স্ত্রী শরিফার প্রেমিক নূর আলমের মোবাইল দোকানের পিছনে পরিত্যক্ত বাগানের সেফটি ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার (Deadbody Recover) হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির কাউয়াখোন মোহনপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসার জন্য বিভিন্ন সময় নূর আলমকে অর্থ সাহায্য করেছিল সাদিকুল। ধার দেওয়া সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৩ লক্ষ টাকা। সেই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকবার বিবাদ হয় দুজনের। ইতিমধ্যে সাদিকুলের স্ত্রী শরিফার সাথে 'ঘনিষ্ঠ সর্ম্পকে' (Extra Marital) জড়ায় নূর আলম। তারপরই পথের কাঁটা সরাতে বন্ধুদের নিয়ে সাদিকুলকে খুনের (Murder) পরিকল্পনা করে সে। আর পরিকল্পনামাফিকই সাদিকুলকে নৃশংসভাবে খুন করে তারপর নিখোঁজ ডায়েরিও করে নূর আলম। এরপর নূর আলম নিজেই আত্মগোপন করে।
তদন্তে নেমে পুলিস নূর আলম, নিহত সাদিকুল খান ও শরিফার মোবাইল ফোন ট্র্যাক করে। সেই সূত্র ধরেই পর্দাফাঁস হয় সাদিকুল খানের নিখোঁজ রহস্যের। এরপরই নূর আলমকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে পুলিস। তারপর নূর আলম, তার সহযোগী লাল চাঁদ শেখ ও নিহত সাদিকুল খানের স্ত্রী শারিফাকে সামনাসামনি বসিয়ে জেরা করতেই হদিশ পাওয়া যায় নিঁখোজ সাদিকুল খানের নিথর দেহের।
আরও পড়ুন, প্রেমিককে বহুতলের বারান্দা থেকে ঠেলে ফেলে খুন, অভিযোগ বার ড্যান্সার প্রেমিকার বিরুদ্ধে