মালদহে সালিশি সভায় অন্তঃসত্ত্বা মহিলার ওপর অকথ্য অত্যাচার, স্তম্ভিত রাজ্য
ওয়েব ডেস্ক: ফের সালিশি সভায় মধ্যযুগীয় বর্বরতা। মালদার গাজোলে বাড়ি থেকে তুলে নিয়ে অন্তঃসত্ত্বা আদিবাসীকে চূড়ান্ত নির্যাতন। চুল কেটে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রাম। জরিমানা না দিতে পারলে গ্রামছাড়ার নিদান মাতব্বরদের।
গাজোল থেকে বাজার করে বাসে করে পাহাড়িভিটায় নিজের বাড়িতে আসছিলেন। সেই সময় এক পরিচিত যুবক বাসের সিটে তার সঙ্গে বসেন। এই ঘটনাতে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে সালিশি সভা বসানো হয় গ্রামে। বাসের সিটে পরপুরুষের সঙ্গে বসায় সাত মাসের অন্তঃসত্তা চুল কেটে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানো হল মালদার গাজোলে। এখানেই শেষ নয়। সালিশি ডেকে পাড়ার মাতব্বরা ওই গৃহবধূকে দেড়লক্ষ টাকা জরিমনা করেছে। টাকা দিতে না পারলে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে ওই গৃহবধূকে। সভ্য সমাজে এধরনের অত্যাচার হতে পারে তা অকল্পনীয়। ঘটনার পরেই দোষীদের শাস্তির দাবিতে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। শুরু হয়েছে তদন্তও।