নিজস্ব প্রতিবেদন: ভরদুপুর হোক কিংবা রাতবিরেত। অচেনা লোকের যাতায়াত লেগেই থাকত তৃণমূলনেত্রীর বাড়িতে। প্রথমে বিষয়টি আমল দেননি প্রতিবেশীরা। তাঁরা ভাবতেন, হয়তো দলীয় কাজেই তৃণমূলনেত্রীর বাড়িতে আসতেন তাঁরা। কিন্ত দিন দিন অচেনা মেয়েদের আগমনে সন্দেহ দানা বাঁধতে থাকে প্রতিবেশীদের মনে। বুধবার হাতেনাতেই ধরে ফেলেন তৃণমূলনেত্রীকে। ফাঁকা বাড়িতে আসলে মধুচক্র চালাতেন তিনি। বুধবার সকালে মালদার গাজোলের তৃণমূলনেত্রী ললিতা মণ্ডলকে গ্রেফতার করে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, ললিতা মণ্ডল গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহিলা সভাপতি। তাঁর বাড়ি মোটামুটি ফাঁকাই থাকত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ললিতা মণ্ডলের বাড়িতে রোজই অচেনা লোক আসত।


আরাবুল-হাকিমুলের থাকা নিয়ে দ্বন্দ্ব, ভাঙড়ে পোলেরহাটে পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে টানটান উত্তেজনা


কয়েকজন যুবতীরও রোজ আনাগোনা ছিল। এবিষয়ে ললিতাকে প্রশ্ন করা হলে, তিনি জানাতেন দলীয় কাজেই নাকি তারা আসত। কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে স্থানীয়দের মনে।


যাবজ্জীবন থেকে কমিয়ে ছত্রধর মাহাতকে ১০ বছর কারাদণ্ড, বেকসুর খালাস ২ জনকে


এরপর ওঁত পেতে তৃণমূলনেত্রীকে ধরে ফেলেন তাঁরা। বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে পুলিস তাঁকে গ্রেফতার করেছে। ওই বাড়ি থেকে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।