Mamata Banerjee: দুই জেলায় একটা কমিউনিটিকে অত্যাচার করার জন্য চিঠি কেন্দ্রের! বোমা ফাটালেন মমতা

মমতা জানান, অন্য রাজ্যেও নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। ৮টা রাজ্যকে নির্বাচন করেছে এব্যাপারে। কিন্তু এখানে বাংলায় নির্দিষ্ট এলাকার নাম বলেছে চিঠিতে। যদিও মুখ্যমন্ত্রী বলেন,'আমাদের রাজ্যে আধার বাধ্যতামূলক নয়। আমি এই অর্ডারটা ক্যারি করব না। এখানকার সবাই নাগরিক। আমি এটা কিছুতেই লাগু করতে দেব না।'

Updated By: Apr 17, 2023, 05:03 PM IST
Mamata Banerjee: দুই জেলায় একটা কমিউনিটিকে অত্যাচার করার জন্য চিঠি কেন্দ্রের! বোমা ফাটালেন মমতা

সুতপা সেন: বেছে বেছে একটা কমিউনিটিকে অত্যাচার করার জন্য চিঠি দিয়েছে কেন্দ্র। নবান্নে সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বলেন, 'নির্দিষ্ট কিছু জেলায় বেআইনি আধার কার্ড নিয়ে চিঠি দিয়েছে কেন্দ্র। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা নিয়ে চিঠি দিয়েছে কেন্দ্র। চিঠি লিখেছে একটা কমিউনিটিকে অত্যাচার করার জন্য। বারাসত, গোবরডাঙা, হাবড়া, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, বনগাঁ, ব্যারাকপুর সাব-ডিভিশনের বিভিন্ন এলাকার কথা উল্লেখ রয়েছে চিঠিতে।' 

মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, বেআইনি আধার কার্ড নিয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে নির্দেশ। নির্দিষ্টভাবে দুই ২৪ পরগনায় সমীক্ষা চালাতে নির্দেশ। এমনকি বাংলার নির্দিষ্ট জেলায় যৌথ প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ। প্রতিনিধি দল পাঠিয়ে বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে নির্দেশ। মমতা জানান, অন্য রাজ্যেও নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। ৮টা রাজ্যকে নির্বাচন করেছে এব্যাপারে। কিন্তু এখানে বাংলায় নির্দিষ্ট এলাকার নাম বলেছে চিঠিতে। যদিও মুখ্যমন্ত্রী বলেন,'আমাদের রাজ্যে আধার বাধ্যতামূলক নয়। আমি এই অর্ডারটা ক্যারি করব না। এখানকার সবাই নাগরিক। আমি এটা কিছুতেই লাগু করতে দেব না।'

মমতা বলেন, 'একটা কমিউনিটিকে সরানোর জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় যাদের যাদের আধার কার্ড নেই, তাদের সবাইকে সরাতে হবে। তাদের সবাইকে বিদেশি হিসাবে দেখাতে হবে। সেই আসামের মতো ডিটেনশন ক্যাম্প। এন‌আরসি। এমন চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে। এলিমিনেশন অফ ইললিগ্যাল আধার কার্ড! নির্দিষ্ট জেলায় বেআইনি আধার কার্ড নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। বারাসত, গোবরডাঙা, হাবরা, অশোকনগর, সন্দেশখালি, বাগদা, পেট্রোপোল, নৈহাটি, রহড়া, খড়দা, নিমতা, বারুইপুর, ক্যানিং, জীবনতলা, সোনারপুর, কুলতলি, গোপালগঞ্জের উল্লেখ চিঠিতে। এগুলো করার যুক্তি কী! আবার এন‌আরসি নিয়ে আসা। যখন‌ই নির্বাচন আসে তখনই বিজেপি মেরুকরণ নিয়ে রাস্তায় নেমে যায়।'

প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর বিস্ফোরক দাবি, 'সরকার ভাঙার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।' মমতা বলেন, 'তিনি কখনওই বলতে পারেন না ৩৫টি আসন পাব, ৩৫টি আসন পেলে সরকার থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সংবিধানের দায়িত্ব কাঁধে নিয়ে, সংবিধান রক্ষার দায়িত্ব নিয়ে এটা তিনি কথনওই বলতে পারেন না। সরকার ফেলার চক্রান্ত করছেন। বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন। চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশকে রক্ষা করার পরিবর্তে চক্রান্ত করছেন। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙতে চাইছেন। সংবিধান বিরোধী কথা বলছেন। বাংলার নির্বাচিত সরকার ফেলে দেবেন? কোন আইনে সরকার ভাঙবেন?  তিনি কখনওই একথা বলতে পারেন না। একথা বলার কোনও অধিকার নেই তাঁর। গণতান্ত্রিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই।'

উল্লেখ্য, শুক্রবার বীরভূমের জনসভা থেকে অমিত শাহ বিজেপি কর্মীদের ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসন জয়ের টার্গেট বেঁধে দেন। এমনকি এও দাবি করেন যে, বিজেপি বাংলায় ৩৫ আসন জিতলে আর মমতা সরকার থাকবে না। ২০২৫-এর আগেই সরকার পড়ে যাবে। কার্যত সরাসরি তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অমিত শাহ দাবি করেন, 'লোকসভা ভোটে বিজেপিকে বেশি ভোট দিন। তাহলে ২৫-এর আগেই দিদির সরকার পড়ে যাবে। ২৪-এ ৩৫ সিট দিন। ২৫ এর আগেই মমতা থাকবে না। বাংলায় বিজেপি এলে আর রামনবমীর ওপর হামলা হবে না। দিদি- ভাতিজার অন্যায়ের বিরুদ্ধে একমাত্র রাস্তা বিজেপি।' 

আরও পড়ুন, Heatstroke: মঞ্চে শাহ, ঝলসানো রোদে শেডহীন সরকারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান! সানস্ট্রোকে মৃত ১১

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.