কলকাতায় পাঠাতে টাকা তুলছে পুলিস, এটা সুরজিৎকে চ্যাংড়ামো মেরে বলেছিলাম: মমতা

তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম, অভিযোগ করে এদিন প্রশাসনিক বৈঠকে দাবি করলেন মমতা।

Updated By: Aug 27, 2019, 09:04 PM IST
কলকাতায় পাঠাতে টাকা তুলছে পুলিস, এটা সুরজিৎকে চ্যাংড়ামো মেরে বলেছিলাম: মমতা

নিজস্ব প্রতিবেদন: প্রশাসনিক বৈঠকে সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিস কর্মীদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে সতর্ক করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানে গতকাল প্রশাসনিক বৈঠকেও সে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে বলেছিলেন, 'সুরজিৎ তোমরা কি টাকা নাও? কলকাতায় টাকা পাঠাতে হয় বলে পুলিশ টাকা তুলছে। কাকে টাকা পাঠাতে হয়? আমরা তো কোন টাকা নিই না।' মঙ্গলবার হুগলির বৈঠকে মমতা দাবি করলেন, ওটা ক্যাজুয়ালি বলেছিলেন। ৯৯.৯৯ শতাংশ অফিসারই সত্।

তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করেছে সংবাদমাধ্যম, অভিযোগ করে এদিন প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, 'আমি ক্যাজুয়াল বলতে বলতে বলেছিলাম, অনেক সময় ট্রাফিকের জন্য বা রাফ ড্রাইভের জন্য পয়সা নেওয়া হয়। বলতে বলতে সুরজিতকে বলেছি, কেউ কেউ বলছে, কলকাতায় টাকা পাঠাতে হবে। তুমি কি সত্যিই টাকা নাও। এটা আমি সুরজিত্কে চ্যাংড়ামো মেরে বলেছিলাম। এটা সিরিয়াস নিউজ করার জন্য নয়। সুরজিত্ ব্রাইট অফিসার। এক পয়সা ছুঁয়ে কাজ করে না।'

মমতা আরও বলেন, 'কেউ কেউ বলে পুলিস লেভেলে আছে, অফিসার লেভেলে আসে, পলিটিক্যাল লেভেলে আছে। সবার কথা বলছি না। কেউ কেউ বলে, কলকাতায় পাঠাবে হবে। খবর আসে। কলকাতায় কাকে পাঠাতে হয়, এটা বলতে গিয়ে কথাটা বলেছিলাম। পার্টিকুলার কাউকে বলার জন্য বলা নয়। কেউ কেউ জেলায় বলেন, ইলেকশন আসছে টাকা লাগতে পারে। ভাই আমার পার্টি কারও কাছ থেকে টাকা চায় না। আমার পার্টিকে টাকা দেওয়ার দরকার নেই। আমার গভর্মেন্টকে টাকা দেওয়ার দরকার নেই। পুলিসকেও টাকা দেওয়ার দরকার নেই। জনগণের জন্য কাউকে টাকা দিতে হবে না। কলকাতা থেকে দিল্লি কাউকে টাকা পাঠাতে হয় না।'

সিপিএমকে বিঁধে মমতা বলেন,'সিপিএম বড় বড় কথা বলছে, ভাজা মাছ উল্টে খেতে জানে না-র মতো ব্যবহার করছে। বিনয় চৌধুরী বলেছিলেন, গভর্মেন্ট ফর দ্য কনট্রাক্টর, বাই দ্য কনট্রাক্টর। সবাই করে না।'

সংবাদমাধ্যমের উদ্দেশে মমতার বার্তা, ৯৯.৯৯ শতাংশ লোক করে না। ০.১ শতাংশ লোকের জন্য বদনাম হয়। অ্যাডমিনিট্রেশন স্ট্রংলি ডিল করবে। এটাকে খুঁচিয়ে দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি ঢাকা দেওয়া হচ্ছে। কেউ কেউ কারও কারও হয়ে বড্ড বেশি দালালি করে ফেলছে। সেন্ট্রাল গভর্মেন্ট অ্যাডভাইজারি দেয়। আমরা দিই না। যে সত্যিই চোর তাকে আপনারা ধরেন না। চোরকে চোর বলতে আমাদের কারও অসুবিধা নেই।

আরও পড়ুন- খুনের হুমকির পর মারের বদলা মার! ফের বেলাগাম দিলীপ ঘোষ, FIR দায়ের পুলিসের

.