গেরুয়া পোশাক পরার অধিকার নেই সঙ্ঘের, নাম না করে বিঁধলেন মমতা
বৃহস্পতিবার কেঁদুলিতে বাউল ও লোকসংস্কৃতি উত্সবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে একতারা নিয়ে এদিন সুর বাঁধতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
নিজস্ব প্রতিবেদন : নাম না করে কেঁদুলি থেকে সঙ্ঘকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাউলের গেরুয়া পোশাককে হাতিয়ার করে কেঁদুলিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গেরুয়া পোশাক তাঁদের মানায়, যাঁরা গেরুয়া পরার অধিকারী। গেরুয়া পরে বেরিয়ে ধর্মের নামে যারা আগুন লাগায়, তাঁদের গেরুয়া পরার অধিকার থাকতে পারে না।" এদিন মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, সংঘ গেরুয়া রঙের অবমাননা করছে।
পাশাপাশি, আজ নাম না করে বিজেপিকে চোর, গুন্ডা, ডাকাত বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সঙ্গে কেন্দ্র বৈষম্যমূলক আচরণ করছে বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রীতি মেনে মকর সংক্রান্তিতে বসবে কেঁদুলির মেলা। তার আগে বৃহস্পতিবার কেঁদুলিতে বাউল ও লোকসংস্কৃতি উত্সবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে একতারা নিয়ে এদিন সুর বাঁধতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন, ভাঙড়ে অশান্তির মূলে মুখ্যমন্ত্রী, সরাসরি আক্রমণ সুজনের