দশমীতে বিসর্জন হবে, তোষণের অভিযোগ উড়িয়ে ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

Updated By: Sep 16, 2017, 06:41 PM IST
দশমীতে বিসর্জন হবে, তোষণের অভিযোগ উড়িয়ে ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: দশমীতে বিসর্জন হবে। ফের একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা অভিযোগ, এই ইস্যুতে প্রশাসন ও পুলিশের দক্ষতা নিয়ে অযথা প্রশ্ন তোলা হচ্ছে। 

আরও পড়ুন - "উইকেটে টিকে থাকলে রান এমনিই আসবে", কৌশলী জবাব মুকুল রায়ের

শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, দশমীর দিনও বিসর্জন হবে সেকথা আগেই জানিয়েছিলাম। আমরা চার ঘণ্টা সময় হাতে রেখেছিলাম। একাদশীতে মহরম পড়েছে। ওই দিন বিসর্জন হবে না। দ্বাদশী থেকে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত যথারীতি বিসর্জন হবে। মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের বিরুদ্ধে অহেতুক মুসলিম তোষণের অভিযোগ করছে রাজনৈতিক মহলের একাংশ।

চলতি বছর একাদশী ও মহরম একই দিনে পড়ায় সেই দিন বিসর্জন দেওয়া যাবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দশমীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিসর্জনের সময়সীমা বেঁধে দেন তিনি। সেকথা টুইটে জানান তিনি। এই সিদ্ধান্তের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয় বেশ কয়েকটি সংগঠন। শুক্রবার সেই মামলার শুনানিতে হাইকোর্টে সরকারি আইনজীবী বলেন, রাত ১০টা পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়িয়েছে রাজ্য সরকার। তবে আবেদনকারীদের দাবি, পঞ্জিকা মেনে দশমীর রাত ১০টা পর্যন্ত বিসর্জনের অনুমতি দিতে হবে।  

সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও অস্ত্রপুজোর অনুমতি দেবে না পুলিশ। কেউ প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

.