নিজস্ব প্রতিবেদন : দিন যত গড়াচ্ছে, বিধানসভা নির্বাচন যত কাছাকাছি আসছে, ততই যেন জমে উঠছে তৃণমূল-বিজেপি যুদ্ধ। রাজনৈতিক মহলের মতে বকলমে যা হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বনাম মমতা ব্যানার্জি দ্বৈরথ। সেই তালিকায় এবার সংযোজন হুগলি। নন্দীগ্রাম, পুরুলিয়ার পর এবার হুগলির পুরশুড়াতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামিকাল বেলা ১টায় পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, গত বুধবার হুগলির (Hooghly) চন্দননগরে রোড শো ও জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার আগামিকাল হুগলি জেলায় পাল্টা তৃণমূল নেত্রীর সভা। প্রসঙ্গত, চন্দননগরের সার্কাস মাঠের সভা থেকে 'হুগলি জেলায় তৃণমূল শূন্য পাবে' বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু হুঙ্কার দিয়েছেন, "হুগলিতে শূন্য পাবে তৃণমূল। উনিশে হাফ একুশে সাফ।" চন্দননগরটা 'বুঝে নেওয়ার' জন্যও বিজেপি কর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, "নন্দীগ্রামটা আমি বুঝে নেব। আপনারা চন্দননগরটা বুঝে নিন।" এবার আগামিকাল পুরশুড়ার সভা থেকে শুভেন্দুর 'শূন্য চ্যালেঞ্জ'-এর কী জবাব দেন মমতা, সেটাই দেখার।


এপ্রসঙ্গে বলে রাখি, গত লোকসভা নির্বাচনে আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেস (TMC) তার জনসমর্থন ধরে রাখতে পারেনি। ফল খারাপ হয়। হুগলি লোকসভা কেন্দ্রটি বিজেপির (BJP) কাছে হারায় তৃণমূল। সেখানে জয়লাভ করেন বিজেপির লকেট চ্যাটার্জি। এর পাশাপাশি হুগলি জেলায় গোষ্ঠীদ্বন্দ্বেও জর্জরিত শাসকদল। তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে বার বারই তোপ দেগে চলেছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। ইতিমধ্যেই 'বেসুরো' উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সবমিলিয়ে হুগলি জেলায় চাপে তৃণমূল, এমনটাই মত ওয়াকিবহল মহলের। 


আরও পড়ুন, 'পায়ে লাগু মোদীজি', ভিক্টোরিয়ায় শুভেন্দুর পিঠ চাপড়ে দিলেন PM


এই পরিস্থিতে আগামিকাল হুগলি জেলায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) জনসভা। স্বাভাবিকভাবেই পুরশুড়ার সভা থেকে দল ও বিরোধীদের উদ্দেশে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে সব মহলেরই।


আরও পড়ুন, রাজ্যের ৩০ শতাংশ ভোটারকে খুশি করতেই নেতাজিকে অপমান করেছেন Mamata-জি : Kailash