'কেউ বাধা দিলে শাস্তি হবে', পথশ্রী অভিযানের সূচনা করে হুঁশিয়ারি মমতার

 পথশ্রী অভিযানের জন্য রাজ্য় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।

Reported By: সুতপা সেন | Updated By: Oct 1, 2020, 07:26 PM IST
'কেউ বাধা দিলে শাস্তি হবে', পথশ্রী অভিযানের সূচনা করে হুঁশিয়ারি মমতার

নিজস্ব প্রতিবেদন : জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এদিন '‌পথশ্রী অভিযান'‌ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'পথশ্রী অভিযান' প্রকল্পের অধীনে ১২ হাজার কিলোমিটার ‌গ্রামীণ রাস্তার উন্নয়ন করা হবে। নতুন করে তৈরি করা হবে এই ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা।

এদিন প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, "সব গ্ৰামের সঙ্গে বড় রাস্তা যোগ হোক চাই। ৮ বছরে ৩ লক্ষ ১৬ হাজার কিলোমিটার রাস্তা হয়েছে। বাংলা সড়ক নির্মাণে এক নম্বরে। আগে ৯২ হাজার কিমি রাস্তা ছিল। গ্ৰিভান্স সেলে অনুরোধ আসে আরও ১২ হাজার কিমি রাস্তা করার জন্য। নতুন সেই রাস্তার কাজ ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে। কেউ বাধা দিলে শাস্তি হবে।"

এই ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির পর আরও গ্রামীণ রাস্তার সংস্কারের করা হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। পথশ্রী অভিযানের জন্য রাজ্য় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।

আরও পড়ুন, 'গ্রামে ইন্টারনেট নেই...ঘুরে দাঁড়ানোর স্বপ্নটাই যে ভেঙে যাবে', করোনার মধ্যে কলেজে এসেই পরীক্ষা দিল আবদুস

.