নিজস্ব প্রতিবেদন: পানাগড়ে পলিফিল্ম শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যে একাধিক শিল্প স্থাপনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পানাগড়ে বিনিয়োগ হবে ৮ হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্যে ইথানল তৈরির শিল্প গড়ে ওঠার কথা জানালেন মমতা। এতে বিনিয়োগ হবে ১৫০০ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-LPG price hike: ফের বাড়ল রান্নার গ্য়াসের দাম, একলাফে ৯১১ টাকা


মমতা বন্দ্যেপাধ্য়ায় এদিন বলেন, রাজ্যে ইথানল তৈরিতে গুরুত্ব দেবে রাজ্য সরকার। এই জৈব জ্বালানি আমাদের পেট্রল, ডিজেলের চাহিদা কম করবে। বিপুল টাকা বাঁচবে। প্রায় অর্ধেক দামে ওই জ্বালানি পাওয়া যাবে। জেনে রাখুন ওই জ্বালানি তৈরি হয়ে ভাঙা চাল থেকে।  ফলে ওই ভাঙা চাল ইথানল শিল্প কিনে নিলে রাজ্যের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। এতে ইথানল শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্পও গড়ে উঠবে।


আরও পড়ুন-West Bengal Elections: উপনির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত! আজই মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন


মুখ্যমন্ত্রী এদিন বলেন, দেউটা পাঁচামি এখান থেকে এক ঘণ্টার রাস্তা। দুনিয়ায় দ্বিতীয় বৃহত্তম কোল মাইন একানেই তৈরি হবে। ১৫ হাজার কোটি বিনিয়োগ হবে এখানে। এটি তৈরি হয়ে গেলে আগামী একশো বছরে বিদ্যুতের অভাব হবে না। এতে শিল্পের সুবিধে হবে। ওই খনি তৈরির জন্য যে রিহ্যাবিটিটেশন হতে চলেছে তাতে জমিদাতাদের চাকরি হবে, ঘর হবে, সবকিছুই হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)