ওয়েব ডেস্ক: দিনাজপুরের বন্যায় ভাসছে উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী মূল সড়ক। প্রায় ১ সপ্তাহ ধরে বন্ধ রেল পরিষেবা। চার দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চলতে শুরু করেছে বাস। এই সুযোগে কলকাতা - বাগডোগরা বিমানের টিকিটের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থাগুলি। পরিস্থিতির কথা জানিয়ে এদিনই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণত ২,৫০০ টাকায় মেলে কলকাতা - বাগডোগরার বিমানের টিকিট। কিন্তু ট্রেন বন্ধ হতে সেই টিকিটের দাম বাড়তে বাড়তে পৌঁছেছে ২৫,০০০-এ। জরুরি প্রয়োজনে ১০ গুণ ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে যাত্রীদের। বিমান সংস্থাগুলির দাবি, চাহিদা বাড়ায় বেড়েছে বিমানের টিকিটের দাম। যদিও দুর্গত মানুষকে চাহিদা - যোগানের অর্থনীতির অঙ্ক বোঝানোর বিরোধী রাজ্য সরকার। এদিন রাজ্য সরকারের তরফে এব্যাপারে বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন সচিবকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, কী ভাবে পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানুষের কাছ থেকে মোটা টাকা আদায় করছে বিমানসংস্থাগুলি। পরিস্থিতি মোকাবিলায় ওই রুটে এয়ার ইন্ডিয়াকে আরও বেশি বিমান চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
আকাশছোঁয়া বিমানভাড়া, কলকাতা - বাগডোগরার মধ্যে বাড়তি বিমান চালাতে কেন্দ্রকে অনুরোধ মমতার