Mamata Banerjee In Kamarkundu: কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীকে ডাকার অনুরোধ রেলের

রেলের তরফে জেলা শাসককে বৃহস্পতিবার একটি চিঠি দিয়ে বলা হয়েছে এই ব্রিজের ৬০ শতাংশ খরচ রেল করেছে। তাঁরা শুনেছেন যেহেতু মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করছেন তাই রেলমন্ত্রীকেও যেন আমন্ত্রন জানানো হয় যুগ্মভাবে উদ্বোধন করার জন্য।

Updated By: Jun 2, 2022, 06:56 PM IST
Mamata Banerjee In Kamarkundu: কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীকে ডাকার অনুরোধ রেলের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: বহুদিন পড়ে আবার কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী। আগামীকাল কামারকুন্ডুর রেল ওভারব্রিজের উদ্বোধন করতে চলেছেন তিনি। দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষণা এবং বাজেট অনুমোদন করা হয়।

৯৯৫ মিটার লম্বা এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৪ কোটি ৮৬ লক্ষ টাকা। এর মধ্যে ১৮ কোটি ১৬ লক্ষ টাকা দিয়েছে রাজ্য। এমনটাই দাবি করা হয়েছে রাজ্যের তরফে। বাকি টাকা রেল দিয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ব্রিজের অ্যাপ্রোচ রোডের জমিও রাজ্য দিয়েছে বলে জানানো হয়েছে। 

প্রাথমিকভাবে রেলের তরফে ঠিক করা হয় এই ব্রিজের উদ্বোধন করবেন লকেট চ্যাটার্জি। একই সঙ্গে আমন্ত্রন জানানো হবে অপরুপা পদ্দার এবং বেচারাম মান্না কে। যদিও এই প্রস্তাব মানতে রাজি হয়নি রাজ্য। অবশেষে ঠিক হয় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

বৃহস্পতিবার এই অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে আসেন এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, "মাননিয়া মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প রেল বাজেটে ধুকিয়ে অনুমোদন দেন। পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি PWD-র মধ্য দিয়ে এর অনুমোদন দেন এবং এই কাজ সম্পূর্ণ হয়েছে।"

আরও পড়ুন: Madan Mitra On Dilip Ghosh: 'দিলীপদা বড় ভালো লোক... দেখা হলে কেয়া কারে সাজনি গান শোনাব'

রেলের তরফে জেলা শাসককে বৃহস্পতিবার একটি চিঠি দিয়ে বলা হয়েছে এই ব্রিজের ৬০ শতাংশ খরচ রেল করেছে। তাঁরা শুনেছেন যেহেতু মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করছেন তাই রেলমন্ত্রীকেও যেন আমন্ত্রন জানানো হয় যুগ্মভাবে উদ্বোধন করার জন্য। 

এই বিষয় বেচারাম মান্না জানান, "রেলেরই বেশি তারাতারি ছিল এই ব্রিজ চালু করার বিষয়। ৩১ তারিখে রেল এর উদ্বোধন করতে চাইলেও আমরা সময় দিতে পারিনি।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

.