Rishra Shootout: ফের শ্যুটআউট, রিষড়ায় বাড়ির কাছেই গুলিবিদ্ধ যুবক!

পুলিস সূত্রে খবর, ওই যুবকের নাম  দীপক জয়সওয়াল। বাড়ি, রিষড়ার ৭ নম্বর ওয়ার্ডের সেগুন বাগান এলাকায়। একসময়ে জুটমিলে কাজ করতেন তিনি। সঙ্গে হাত পাকিয়েছিলেন অপরাধমূলক কাজেও! একটি খুনে মামলায় অভিযুক্ত ছিলেন দীপক।

Updated By: Jan 18, 2024, 09:43 PM IST
Rishra Shootout: ফের শ্যুটআউট, রিষড়ায় বাড়ির কাছেই গুলিবিদ্ধ যুবক!

বিধান সরকার ও সোমা মাইতি: ফের শ্যুটআউট! ভরসন্ধেয় বাড়ির কাছেই গুলিবিদ্ধ যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। মুর্শিদাবাদের রানিনগরের পর এবার হুগলির রিষড়া।

আরও পড়ুন:  Primary TET: বুড়ো বয়সে পৌঁছল প্রাথমিকে চাকরির চিঠি, প্রাপকের তালিকায় ৪ মৃতও!

পুলিস সূত্রে খবর, ওই যুবকের নাম  দীপক জয়সওয়াল। বাড়ি, রিষড়ার ৭ নম্বর ওয়ার্ডের সেগুন বাগান এলাকায়। একসময়ে জুটমিলে কাজ করতেন তিনি। সঙ্গে হাত পাকিয়েছিলেন অপরাধমূলক কাজেও! একটি খুনে মামলায় অভিযুক্ত ছিলেন দীপক।

অভিযোগ, তখন বাড়ির কাছেই ছিলেন। বাইকে করে দীপককে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় তিন-চার। তারপর পালিয়ে যায়। অভিযুক্তদের সকলেরই মুখ ঢাকা ছিল। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। সেখানে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার এসএসকেএমে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রিষড়া থানা ও চন্দননগর কমিশনারেটের পুলিস আধিকারিকরা। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শক্রতার জেরেই হামলা। 

ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা। গতকাল, বুধবার মধ্যরাতে মুর্শিদাবাদের রানিনগরে বাড়িতে ঢুকে এক তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লেগেছে বুকে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি তিনি। 

আরও পড়ুন:  Howrah: মৃত্যুদিনেই মূর্তি বসল কমিকস-কিংবদন্তি নারায়ণ দেবনাথের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.