নিজস্ব প্রতিবেদন : ধস নামল দুর্গাপুরের অন্ডালে। অন্ডালের কাজোরার মধুসূদনপুর এলাকায় এদিন সকালে ধস নামে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, বাইপাসে পিছন থেকে ধাক্কা বেপরোয়া ট্রাকের, মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রের


স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ঘড়িতে তখন ভোর চারটে। হঠাত্ তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কিত বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে দেখেন, জনবসতিপূর্ণ এলাকার মধ্যেই অনেকখানি জায়গাজুড়ে ধস নেমেছে। প্রায় ৩০ ফিট জায়গাজুড়ে ধস নেমেছে। ধসের ফলে গভীর খাদের তৈরি হয়েছে।


আরও পড়ুন, রাস্তার মধ্যেই আক্রমণ স্বামীর, নির্মম পরিণতি প্রাক্তন স্ত্রীর


এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। যদিও অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা মিলেছে। কোনও প্রাণহানি ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার কাছেই রয়েছে মধুসূদনপুর ৭ নম্বর কোলিয়ারি। কোলিয়ারির জন্যই সম্ভবত ধস নেমেছে।


আরও পড়ুন, ফের শুটআউট বীরভূমে, গুলিবিদ্ধ প্রাক্তন পুরপ্রধানের ছেলে  


ধস নামার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন ইসিএল আধিকারিকরা। ধস কবলিত এলাকা মাটি দিয়ে ভরাটের কাজ শুরু হয়। এদিকে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা পুনর্বাসনের দাবি করেছেন।