বর্ষা কি এল? কী বলছে হাওয়া অফিসের বার্তা?
অবশেষে স্বস্তি। হাঁফ ছেড়ে বাঁচল রাজ্যবাসী।
নিজস্ব প্রতিবেদন : অবশেষে স্বস্তি। হাঁফ ছেড়ে বাঁচল রাজ্যবাসী। রবিবারই রাজ্যে ঢুকছে বর্ষা। নিশ্চিত করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবারই হাওয়া অফিস জানিয়েছিল, আগামী ২-৩ দিনের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকবে। সেই পূর্বাভাসেই সিলমোহর পড়তে চলেছে এদিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরীয় উপকূলের উত্তর-পূর্ব দিকে ঘনীভূত নিম্নচাপের জেরে রবিবার দুপুরের পরই মৌসুমি বার্তা পৌছে যাবে এরাজ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে জোরকদমে বর্ষা নামবে ১২ জুন থেকে।
আরও পড়ুন, শপিংমলে মহিলাকে পিছন থেকে আপত্তিকরভাবে স্পর্শ, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে
প্রসঙ্গত, এদিন সকাল থেকেই আকাশের মুখভার রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিও হয়। কিছুটা দেরিতে হলেও অবশেষে বর্ষা আগমন নিশ্চিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যবাসী।