অবশেষে বাগে এল বউবাজারের ধস, আশাবাদী মেট্রো তবু আশঙ্কা কাটছে না বাসিন্দাদের
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবশেষে বউবাজারে মাটির ধস রোখা গিয়েছে। মাটি ধসে পড়ার হার এখন অনেকটাই কম। এর ফলে যে বাড়িগুলি খালি করতে হবে বলে জানানো হয়েছিল তার থেকে ৪টি বাড়িকে ছাড় দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: লাগাতার বিপর্যয়ের পর অবশেষে এল কিছুটা স্বস্তির খবর। মেট্রোর কাজের জেরে বউবাজারের বিস্তীর্ণ এলাকায় ধস রুখতে সফল হলেন ইঞ্জিনিয়াররা। এর ফলে বেশ কয়েকটি বাড়ি খালি করার নির্দেশ আংশিক প্রত্যাহার করেছে মেট্রো কর্তৃপক্ষ। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৪টি বাড়ি। কয়েকদিনের মধ্যে ধস পুরোপুরি আটকানো যাবে বলে আশাবাদী ইঞ্জিনিয়াররা।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবশেষে বউবাজারে মাটির ধস রোখা গিয়েছে। মাটি ধসে পড়ার হার এখন অনেকটাই কম। এর ফলে যে বাড়িগুলি খালি করতে হবে বলে জানানো হয়েছিল তার থেকে ৪টি বাড়িকে ছাড় দেওয়া হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী হলেও এখনো আশঙ্কায় বাসিন্দারা। অকুস্থলে এখনো হেলে রয়েছে ২টি বাড়ি। অন্তত ১৬টি বাড়ি এখনো বিপদজনক অবস্থায় রয়েছে।
আইন পাসের পরেও গুজব ঘিরে জামুড়িয়ায় গণপিটুনির শিকার যুবক
ইতিমধ্যে ধস রুখতে মাটির নীচে আরও জল ঢোকানোর পরিকল্পনা করেছেন ইঞ্জিনিয়াররা। মাটির নীচে জলের চাপ বাড়লে ধস একেবারে বন্ধ হবে বলে আশাবাদী তাঁরা।