Ayushman Bharat প্রকল্প চালু হলে বাংলার মানুষ বঞ্চিত হবেন: Chandrima
'আষ্মুমান ভারত নিলে, দু-আড়াই কোটি মানুষকে কভারেজ দেওয়া যাবে। স্বাস্থ্যসাথীতে ১০ কোটি।'
নিজস্ব প্রতিবেদন: '৪০ শতাংশ টাকাও দেব। আবার কভারেজও কমে যাবে, সেটা তো হতে পারে না।' মোদী সরকারের Ayushman Bharat SEHAT প্রকল্পের বিরুদ্ধে এবার মুখ খুললেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাঁর দাবি, 'আষ্মুপমান ভারত প্রকল্প চালু হলে, কভারেজ কমে যাবে। বাংলার মানুষ বঞ্চিত হবেন।'
আরও পড়ুন: কেন্দ্রের বিমা কিছু লোককে; বাংলায় সবার স্বাস্থ্য বিমার ব্যবস্থা করেছে রাজ্য, মোদীকে পাল্টা ডেরেকের
কৃষিই হোক কিংবা স্বাস্থ্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে বাংলাকে টার্গেট করছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। শনিবার জম্মু-কাশ্মীরে চালু হল Ayushman Bharat SEHAT। এই প্রকল্পের সুবিধার কথা বলতে গিয়ে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করেন মোদী। বলেন, 'দেশের সব জায়গায় এই প্রকল্পের কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারবেন। দেশের ২৪০০ হাসপাতালে চিকিৎসা করানো যাবে। শুধু কলকাতায় (Kolkata) এই প্রকল্পের সুবিধে পাবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার(West Bengal) এই প্রকল্প চালু করেনি। কিছু মানুষ বুঝতে চায় না। কী আর করা যাবে।'
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা-সংক্রান্ত এই প্রকল্প এ রাজ্যে চালু করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন? স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, 'আষ্মুমান ভারত প্রকল্প চালু হয়েছে ২০১৮ সালে অক্টোবরে। ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে চলছে স্বাস্থ্যসাথী। ওঁনারা (মোদী সরকার) টোকার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ, আষ্মুমান ভারত প্রকল্পে ৫০ কোটি মানুষকে কভারেজ দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যসাথী প্রকল্পে বাংলার সকলেই সুবিধা পান।' তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আষ্মুমান ভারত নিলে, দু-আড়াই কোটি মানুষকে কভারেজ দেওয়া যাবে। স্বাস্থ্যসাথীতে ১০ কোটি।'
আরও পড়ুন: শাহকে ফোন কৈলাসের, সুনীলের ওপর 'হামলা' জুড়লেন নাড্ডার কনভয়ে 'হামলা'র সঙ্গে
উল্লেখ্য, শুক্রবারই এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৯ কোটিরও বেশি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮০০০ কোটি টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে নয়া কৃষি আইনের প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের তুলোধনা করেন মোদী। তিনি বলেন, 'বাংলায় কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করা হয়নি। এর ফলে বঞ্চিত হয়েছেন রাজ্যের ৭০ লাখেরও বেশি কৃষক। সেই তৃণমূল দিল্লিতে গিয়ে কৃষকদের কৃষি আইন নিয়ে ভুল বোঝাচ্ছে। তাদের পাশে থাকার বার্তা দিচ্ছে। কেউ প্রশ্ন করছে না। কেরলে বাম সরকার রয়েছে। সেখানে কিষাণ মান্ডি চালু করা হয়নি কেন!দয়া করে নিজেদের রাজনৈতিক আখেরের স্বার্থে কৃষকদের ব্যবহার করবেন না।' শুক্রবারের পর শনিবারও একইভাবে বাংলাকে নিশানা করলেন মোদী।