পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযানে গিয়ে পাল্টা জমি মালিকদের বিক্ষোভের মুখে বিধায়ক
বেশ কয়েকদিন ধরেই হুগলি চুঁচুড়া এলাকায় বেআইনি পুকুর ভরাটের অভিযোগ জমা পড়ছিল বিধায়ক অসিত মজুমদারের কাছে।
নিজস্ব প্রতিবেদন: পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযানে নেমেও বেকায়দায় তৃণমূল বিধায়ক। মঙ্গলবার হুগলি চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নৈপুকুর এলাকায় পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযানে নামেন বিধায়ক অসিত মজুমদার। পুকুর ভরাটের বিরুদ্ধে নেমে স্থানীয় বাসিন্দাদেরই বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। পুকুর ভরাটের পর সেই জমি যাঁরা কিনেছেন তাঁদের দাবি, হয় জমি নয়তো টাকা ফেরত্ দিতে হবে তাঁদের। ঘটনাকে ঘিরে চরম বিপাকে বিধায়ক।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই হুগলি চুঁচুড়া এলাকায় বেআইনি পুকুর ভরাটের অভিযোগ জমা পড়ছিল বিধায়ক অসিত মজুমদারের কাছে। মোট ১৬ টি পুকুর ভরাট হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযানে নামেন বিধায়ক। তিনি হুগলি-চুঁচুড়া পুরসভার তিন নং ওয়ার্ডের নৈপুকুর এলাকায় যান তিনি। সেখানে বেশ কয়েকটি পুকুর ভরাট হয়েছে। সেই জমি বিক্রিও হয়ে গিয়েছে।
সারদাকাণ্ডে একই সঙ্গে সিবিআই-এর তলব চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও ব্যবসায়ী শিবাজি পাঁজাকে
এদিন অভিযানে গিয়ে পাল্টা পুকুর ভরাটের জমি মালিকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁদের দাবি, টাকা দিয়ে এই জমি কিনেছেন তাঁরা। সেক্ষেত্রে তাঁদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। এদিকে বিধায়ক বলেন, পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।