সঞ্জয় রাজবংশী ও সন্দীপ ঘোষ চৌধুরী: বিধায়ক আমায় খুন করে ফেলতে পারেন। এমনই প্রাণহানির আশঙ্কা করে পূর্বস্থলী উত্তরের বিধায়কের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সরব হলেন পূর্বস্থলী পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়। উপপ্রধানের অভিযোগ, বিধায়কের হুমকি ও দুর্নীতিতে দলের পুরনো কর্মীরা দলের হয়ে আর কাজ করছেন না। তাই পঞ্চায়েত নির্বাচনের মুখে দল বিপদের মধ্যে রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোটে লড়েছিলেন মোদীর বিরুদ্ধে; মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন যোগী


পঙ্কজবাবু বলেন, দলের পুরনো কর্মীদের ভয় দেখিয়ে অত্যাচার করে বসে যেতে বাধ্য করেছেন তপন চ্যাটার্জি। প্রতিটা অঞ্চল দলের পুরনো কর্মীরা বসে রয়েছেন। অন্য কোনও দলে যায়নি। স্লো পয়জন করে একটু একটু করে দলটাকে শেষে করে দিচ্ছেন তপন চ্য়াটার্জি। এসব জানানোর জন্য হয়তো আমাকে আগামী দিনে বিপদে পড়তে হতে পারে। কারণ বর্তনমান বিধায়ক যিনি রয়েছেন তিনি পারেন না এমন কোনও কাজ নেই। তিনি সাপ হয়ে কাটেন, ওঝা হয়ে ঝাড়েন। তার জন্য আমাকে ২৯ দিন জেল খাটতে হয়েছে। ৭ বছর আমার সিকিউরিটি ছিল। দুমাস হল কমপ্লেন করে আমার সিকিউরিটি তুলিয়ে দিয়েছেন বিধায়ক। আমার তো মনে হয় আমাকে মার্ডার করার জন্য বিধায়ক চক্রান্ত করে আমার সিকিউরিটি তুলে নিল। আমাকে গাঁজার কেস দিয়েও জেলে ভরে দিতে পারে। কারণ বিগত দিনে দেখেছি উনি পারেন না এমন কোনও কাজ নেই।