`রুটিন কাজ`-এ দিল্লি গেলেন মমতা, বিমানবন্দরে সাংবাদিকদের কী বললেন মুখ্যমন্ত্রী?
দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা পৌনে ২টো নাগাদ বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের জানান, `রুটিন সফর`-এ দিল্লি যাচ্ছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেলা পৌনে ২টো নাগাদ বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের জানান, 'রুটিন সফর'-এ দিল্লি যাচ্ছেন তিনি।
মঙ্গলবার ইন্ডিগোর উড়ান ৪১৭-এ দিল্লি রওনা দেন মমতা। বিকেল ৫.২৫ মিনিটে তাঁর দিল্লি পৌঁছনোর কথা। সোমবারই মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের কথা নবান্ন থেকে ঘোষণা হয়। তার পর থেকেই শুরু হয় নানা রাজনৈতিক জল্পনা। বাম - কংগ্রেস তো বটেই মমতার দিল্লি সফরের সময় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তাদের দাবি, সারদা মামলায় রাজীব কুমারকে বাঁচাতে দিল্লি গিয়েছেন মমতা।
রাজীব কুমারের ভরসা এবার জেলা জজ কোর্ট, ২টোর পর আগাম জামিনের আবেদনের মামলার শুনানি
বিরোধীদের যাবতীয় দাবি নস্যাৎ করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিমানবন্দরে জানান, 'আমি তো গোটা বছর কলকাতাতেই থাকি। দিল্লি খুব কম যাই। দিল্লিতে সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই রয়েছেন তাই কখনও কখনও রাজ্যের কাজে যেতে হয়। এটা রুটিন কাজ।'
মুখ্যমন্ত্রী বলেন, 'দিল্লি যাচ্ছি কারণ রাজ্যের কিছু টাকা পাওনা আছে। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে গেইল-এর কিছু প্রবলেম আছে। সুযোগ পেলে সেসব নিয়ে কথা বলব। রাজ্যের নাম পরিবর্তন নিয়েও কথা হবে। ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করার বিষয়েও আলোচনা করব।'
এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেনের। সাক্ষাতে সৌজন্য বিনিময় করেন তাঁরা।