ওয়েব ডেস্ক : আরও বিপাকে মোর্চা। পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানাল রাজ্য। ইতিমধ্যেই পাহাড়ে রয়েছে ১১ কোম্পানি বাহিনী। আরও ১৯ কোম্পানি বাহিনী দেওয়া যায় কি না, সেটা কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলল আদালত। মঙ্গলবারের মধ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অতিরিক্ত বাহিনী নিয়ে কেন্দ্রের অবস্থান জানাতে নির্দেশ। এরই মধ্যে পাহাড়ে পাঠানো হচ্ছে আরও ১ IPS অফিসারকে। হোমগার্ডের DG রাজ কানোজিয়াকে পাঠাচ্ছে রাজ্য।


আরও পড়ুন, পাহাড়ে যৌথ বাহিনীর নিখোঁজ আগ্নেয়াস্ত্রের হদিশ মিলল