বিজেপির সংগঠন ভাঙতে চাইছে পুলিস কর্তারাই, সিবিআই তদন্তের দাবি মুকুলের

 ‘বর্তমানে রাজ্যে ফ্যাসিস্ট সরকার চলছে। সিপিএম ভোট করতে দিত না। কিন্তু রাজনীতি করতে দিত। এরা সেটাও দিচ্ছেনা।’

Updated By: Mar 15, 2018, 03:51 PM IST
বিজেপির সংগঠন ভাঙতে চাইছে পুলিস কর্তারাই, সিবিআই তদন্তের দাবি মুকুলের

নিজস্ব প্রতিবেদন: জলপাইগুড়ি পুলিস সুপারের বিরুদ্ধে সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

আরও পড়ুন: বিয়ের আসরে চার হাত এক না হয়েও বেঁচে থাকল প্রেমিক-প্রেমিকার ভালোবাসা!

মুকুল রায়ের অভিযোগ, জলপাইগুড়ি পুলিশ সুপার শিবশঙ্কর একটি চিটফান্ড থেকে ঘুষ নিয়ে ময়নাগুড়িতে বিজেপির সংগঠন ভাঙাতে চাইছেন। পুলিশ সুপার, ডিএসপি, ওসি-র বিরুদ্ধে সি বি আই তদন্তের দাবি করলেন তিনি।

আরও পড়ুন: দরজা ভেজানো, ভিতরে মায়ের নিথর দেহ দেখলেন ছেলে

মুকুল রায়ের আরও বলেন, ‘বর্তমানে রাজ্যে ফ্যাসিস্ট সরকার চলছে। সিপিএম ভোট করতে দিত না। কিন্তু রাজনীতি করতে দিত। এরা সেটাও দিচ্ছেনা।’

আরও পড়ুন: আলমারি খুলতেই জামা কাপড়ের ভিতর থেকে মাথা উঁচু করল সে...

 জলপাইগুড়ি পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, ‘রাজ্যে কোথায় কোথায় চিট ফান্ড আছে তা মুকুলবাবুর হয়তো জানা আছে। তবে এই নামে কোনো চিটফান্ড আছে কি না তা আমার জানা নেই।’

.