Murshid Quli Khan: বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ; আজ তাঁর প্রয়াণদিন
বাংলার বুকে নাবাবি শাসনের গোড়াপত্তন তাঁরই হাতে। ১৭১৭ থেকে ১৭২৭ সাল পর্যন্ত মুর্শিদকুলির শাসনকাল।
নিজস্ব প্রতিবেদন: বাংলার প্রথম নবাব, এক আশ্চর্য মানুষ মুর্শিদকুলি খাঁ। মুঘল সাম্রাজ্যের তত্ত্বাবধানেই তাঁর আমল পরিচালিত হলেও ইতিহাস সাক্ষ্য দেয়, মুর্শিদকুলি খাঁ যথার্থ অর্থে বাংলার স্বাধীন নবাবই ছিলেন।
তাঁরই নামে মুর্শিদাবাদ। বাংলার বুকে নাবাবি শাসনের গোড়াপত্তন তাঁরই হাতে। ১৭১৭ থেকে ১৭২৭ সাল পর্যন্ত মুর্শিদকুলির শাসনকাল। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, বিজ্ঞ, ধর্মপ্রাণ। তাঁর আমলে বিচারব্যবস্থা ছিল ন্যায়সঙ্গত। মৃত্যুর পর তাঁরই নির্মিত কাটরা মসজিদের প্রাঙ্গণে সমাহিত করা হয়। তিনি মুসলিম নবাব হলেও হিন্দুদের বিষয়ে তাঁর মনোভাব ছিল খুবই আন্তরিক, দরদি।
[1:27 PM, 6/30/2022] Iishita-Vedio:
[1:34 PM, 6/30/2022] Iishita-Vedio:
ইতিহাসবিদেরা বলেন, মুর্শিদকুলি খাঁ জন্মসূত্রে ছিলেন সূর্যনারায়ণ মিশ্র। পরে ঘটনাচক্রে তিনি মুসলিম হন। তিনি মহম্মদ হাদি নামেও পরিচিত ছিলেন। ১৭২৭ সালের আজকের দিনে, ৩০ জুন তাঁর মৃত্যু দিন।
আরও পড়ুন: Jalpaiguri: পিছমোড়া করে বাঁধা হাত, চোর সন্দেহে 'মারধর' নিরাপত্তারক্ষীকেই!